রাজীব ঘোষ: রাজ্যজুড়ে মহিলা চাকরিপ্রার্থীদের সুখবর। পুরোপুরি সরকারি অধীনে একটি প্রজেক্টে মহিলা প্রার্থীদের নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এই প্রজেক্টে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করার যোগ্য। কোন প্রকল্পে, কি যোগ্যতায়, কত বেতনে, কিভাবে, মহিলা প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে, সেই ব্যাপারে বিস্তারিত এখানে জানানো হলো।
রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা (ICDS Worker and Helper) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। প্রথমেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দিনাজপুর, কোচবিহার জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্যান্য জেলায় শূন্য পদের নিরিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস ওয়ার্কার এবং হেলপার (WB ICDS Worker and Helper Recruitment) পদে আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিজের ব্লক বা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। (যে জেলার ব্লক বা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মহিলা চাকরিপ্রার্থী আবেদন করছেন)
উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
মহিলা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
ICDS Worker and Helper পদে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
ভোটার কার্ড, আধার কার্ড।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা শংসাপত্র।
উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট।
কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
বিশেষভাবে সক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে)
WB ICDS Worker and Helper Post Salary Structure:
ICDS ওয়ার্কার প্রতি মাসে ৯০০০ টাকা।
আইসিডিএস হেলপার পদে প্রতি মাসে ৭৮০০ টাকা।
আরও পড়ুনঃ কল্যাণী ইউনিভার্সিটির প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হলে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের সুযোগ
আপনার জেলার নির্দিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় ICDS কর্মী এবং সহায়িকা পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা তা জানার জন্য জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন অথবা আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) গিয়ে এই বিষয়ে খোঁজ নিতে পারেন। যদি আপনার জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে বাংলা সহায়তা কেন্দ্র থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করে অফলাইনে পুরোপুরি ফিলাপ করে জমা দিতে হবে। এক্ষেত্রে এসডিও অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রে গেলে সমস্ত সহায়তা পাবেন।