Daily Horoscope : আজকের রাশিফল ২৩/৭/২০২৪

Published On:

মেষ : কূটবুদ্ধিতে জয়লাভ। সংঘর্ষে ক্ষতি। প্রতিযোগী কলহ। সহকর্মী বিরোধ। কর্মে সাফল্য। অকারণে ব্যয়। কণ্ঠরোগে কষ্ট। বিনিয়োগে উপকার হবে।

বৃষ : কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধির ভুলে সমস্যা।

মিথুন : পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।

কর্কট : অফিসে জটিলতা দেখা দিতে পারে। আগুন থেকে সাবধান থকুন।খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিবাহের ব্যাপারে আনন্দ আসতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে।

সিংহ : ধর্ম সংক্রান্ত ব্যাপারে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় মধ্যম ফল পাবেন। মহাজনের সঙ্গে বেশি তর্ক বিপদ বাড়াতে পারে।রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর আসতে পারে। আজ সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।

কন্যা : মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধি।

আরও পড়ুনঃ মাথায় হাত জিও,এয়ারটেল, ভিআইয়ের, জলের দরে নয়া রিচার্জ প্ল‍্যান বেচছে BSNL

তুলা : উপহার পেতে পারেন আজ। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। বিবাহের কথা বার্তা বন্ধ রাখা দারকার।

বৃশ্চিক : গঠন মূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। স্ত্রী ব্যাপারে চাপ বৃদ্ধি। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। তবে বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে।

ধনু : গৃহ সংস্কার। নৈতিক অবনতি। পারিবারিক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরোপকারে শান্তি লাভ হবে। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। 

মকর : প্রেম শুভ। কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। দায়িত্ব বৃদ্ধি। প্রসন্নতা লাভ। বন্ধুর উপদেশ কাজে লাগতে পারে। 

কুম্ভ : আশাতিরিক্ত লাভ। বিরক্তিভাজন। মানসিক সংযম। সহযোগিতা লাভ। আপনার মনোযোগ দূরে সরে যাচ্ছে। কেরিয়ারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়।

মীন : উচ্চ শিক্ষায় সাফল্য। ধন বৃদ্ধি। দৈহিক দুর্বলতা। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। নিজের জন্য বড় লক্ষ্য নির্ধারণের প্রয়োজন।
*** বিঃদ্রঃ রাশিফলের বিশ্বাসযোগ্যতার কোনো ভিত্তি নেই ***