Durga Puja: দূর্গা পুজোর শুরু কবে? মহালয়া পড়ছে কবে?

Published On:

আষাঢ় মাস শেষ। তীব্র গরমের মাঝে কখনো কখনো নেমে আসছে শ্রাবণের বর্ষা। আর এর মাঝেই পদধ্বনি দিচ্ছে শারদীয়ার। এবছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। ষষ্ঠী ৯ অক্টোবর আর বিজয়া দশমী ১৩ অক্টোবর।

রথযাত্রা শেষ। এবার চারদিকে শুরু হয়ে যাবে পুজো কমিটি গুলির খুঁটিপুজোর প্রস্তুতি।

আরও পড়ুনঃ টেসলা বিয়ার ভারতে! কিনতে গেলেই পকেট ফাঁকা

এবছর মা দূর্গার(Durga Puja) চতুর্দোলায় আগমন এবং গমন ঘোটকে। দেবির দুই বাহন হল ঘোটক এবং গজ। জ্যোতিষশাস্ত্র মতে দেবি দূর্গার গজে গমন বা আগমন হলে পৃথিবী শস্য শ্যামলা-তে ভরে উঠে। অন্য দিকে ঘোটকে আগমন বা গমন হলে অশনিসঙ্কেত হিসাবেই ধরা হয় জ্যোতিষশাস্ত্র মতে।