এলন মাস্কের টেসলা বিয়ার (Tesla Beer Price) এবার ভারতে! মূলত গাড়ি নির্মান সংস্থা টেসলা ও সোস্যাল সাইট টুইটার বর্তমানে এক্স এর মালিক হিসাবে বিখ্যাত এলন মাক্স বাজারে এনেছেন ‘গিগাবিয়ার’ নামে এই নতুন বিয়ারটি (Tesla Beer Price)। যদিও সীমিত সময়ের জন্যই বাজারে পাওয়া যাবে বিয়ারটি।
সাইবার ট্রাকের আকারের ডিজাইন করা বোতলে থাকছে ৩৩০ মিলিলিটার বিয়ার। একটি বাক্সে এমন তিনটি বিয়ারের বোতল থাকবে। মূল্য ৮ হাজার টাকা। এই বিয়ার প্রস্তুত করা হয়েছে জার্মানির বিয়ার তৈরির ৫০০ বছরের ঐতিহ্যকে নজরে রেখে। বার্লিনে তৈরি এই বিয়ারের প্রধান উপাদান জল, মল্টেড বার্লি, সাইবারহপস এবং ইস্ট।
দক্ষিণ আফ্রিকান ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক টেসলা গাড়ি সংস্থার মালিক। স্পেসএক্স নামে মহাকাশ সংস্থার সিইও তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণ করে নাম দেন এক্স। মদ্য শিল্পে এর আগেও মাস্ক বিনিয়োগ করেছিলেন। ২০২০ সালে টেসলা সীমিত সময়ের জন্য একটি বিশেষ ধরণের টাকিলা বিক্রি করেছিল, দাম ৩৪ হাজার টাকা। সেই টাকিলার বোতল নিঃশেষ হতে বিশেষ সময় নেয়নি।