টেট পরীক্ষার (JTET 2024) মাধ্যমে প্রাইমারি ও আপার প্রাইমারি বিভাগে শিক্ষক নিয়োগ করতে চলেছে ঝাড়খণ্ড সরকার। প্রকাশিত হয়েছে ঝাড়খণ্ড টেট বিজ্ঞপ্তি (JTET 2024)। প্রাইমারি ও আপার প্রাইমারি দুই ক্ষেত্রের নিয়োগের জন্য আলাদা পেপারের পরীক্ষা সংঘটিত হবে।
আরও পড়ুনঃ মমতার ‘আসল সম্পদ’ কী? ফাঁস করলেন অখিলেশ
প্রাইমারি নিয়োগ :
বয়স- প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের সীমা নির্দিষ্ট নেই।
শিক্ষাগত যোগ্যতা- ইন্টারমিডিয়েট বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশন বিভাগে ২ বছরের ডিপ্লোমা বা ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
আপার প্রাইমারি নিয়োগ :
বয়স- প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের সীমা নির্দিষ্ট নেই।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে স্নাতক হতে হবে। সেই সঙ্গে এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
আবেদনের সময়সীমা : ২৩ জুলাই, ২০২৪ থেকে ২২ আগষ্ট, ২০২৪ পর্যন্ত।
আবেদন ফি : শুধুমাত্র আপার প্রাইমারি বা প্রাইমারি ক্ষেত্রে আবেদনের জন্য ১৩০০ টাকা এবং উভয় ক্ষেত্রে আবেদনের জন্য ১৫০০ টাকা আবেদন মূল্য।
আবেদনের উপায় : অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে বা বিস্তারিত জানতে https://jac.jharkhand.gov.in/jac/ ওয়েবসাইটটি দেখুন।