ভারতীয় নৌবাহিনীতে হবে নিয়োগ(Navy Recruitment 2024)! সেই জন্য নৌবাহিনীর ওয়েবসাইটে শুরু হয়েছে রেজিষ্ট্রেশন। নৌবাহিনীতে নিয়োগ(Navy Recruitment 2024) হবে চার্জম্যান, ড্রাফটসম্যান, ফায়ারম্যান, কুক, এমটিএস সহ একাধিক শূন্যপদে। শনিবার তথা ২০ জুলাই থেকে নৌবাহিনীতে নিয়োগের(Navy Recruitment 2024) রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে এই নিয়োগ প্রক্রিয়ায়। জেনে নিন আবেদনের উপায় ও অন্যান্য বিস্তারিত তথ্য।
শূন্যপদ- মোট ৭৪১টি
চার্জম্যান- ২৯টি,
সায়েন্টেফিক অ্যাসিস্ট্যাট- ৪টি,
ড্রাফটম্যান- ২টি পদ,
ফায়ারম্যান- ৪৪৪টি,
ফায়ার ইঞ্জিন ড্রাইভার- ৫৪টি,
ট্রেডসম্যান মেট- ১৬১টি,
পেস্ট কন্ট্রোল ওয়ার্কার- ১৮টি,
কুক- ৯টি,
মাল্টিটাস্কিং স্টাফ- ১৬টি
যোগ্যতা-
আবেদনকারীদের নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সেই সঙ্গে পদ অনুযায়ী নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, আইটিআই বা সার্টিফিকেট কোর্স থাকা আবশ্যক। সায়েন্টেফিক অ্যাসিস্ট্যাট পদের জন্য স্নাতক পাশ হতে হবে।
আবেদন ফি-
এসসি, এসটি, পিডবলুবিডি, ইএসএম এবং মহিলা প্রার্থী ব্যতীত সকল আবেদনকারীকে ২৯৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা- ২০ জুলাই, ২০২৪ থেকে ২ আগষ্ট, ২০২৪
বাছাই প্রক্রিয়া- একাধিক ধাপে পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
১. লিখিত পরীক্ষা : ১০০ নম্বর
২. শারীরিক সক্ষমতার পরীক্ষা (শুধুমাত্র ফায়ারম্যান ও ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদের জন্য)
৩. নথিপত্র যাচাই
৪. মেডিকেল ফিটনেস টেস্ট
নৌবাহিনীর নিয়োগে (Navy Recruitment 2024) আবেদন জানাবেন কিভাবে?
১. আবেদনকারীদের আবেদন জানাতে হবে অনলাইনে। সে জন্য প্রথমে ওয়েবসাইটে নির্দিষ্ট তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে Homepage থেকে Join Navy > Ways to Join > Civilians > INCET 1/2024 অপশনে যেতে হবে।
৩. নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে অ্যাপ্লিকেশন পোর্টাল খুলবে।
৪. সেখানে নির্ধারিত তথ্য প্রদান করতে হবে৷
৫. প্রয়োজনীয় নথি, ছবি, স্বাক্ষর আপলোড করতে হবে।
৬. Submit করতে হবে।
৭. অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক-
১. বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
২. রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
৩. সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করুন
৪. নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন