রান্নাঘরে কি তবে বন্ধ হবে মুরগির মাংসের প্রবেশ! (Poultry Strike) পোলট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলির ধর্মঘটে জানান দিচ্ছে অশনি সংকেত। বৃহস্পতিবার রাত থেকে টানা ধর্মঘট ডেকেছে সংস্থাগুলি (Poultry Strike)। শনিবার থেকেই রাজ্যের বাজারগুলিতে মুরগির মাংসের জোগান কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশি জুলুমের অভিযোগ এনে তার প্রতিবাদে রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। যদিও পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত অপর সংগঠন পোলট্রি ফেডারেশন এই ধর্মঘটকে সমর্থন করেনি। কিন্তু তা সত্ত্বেও উক্ত ধর্মঘটে রাজ্যের বাজারগুলিতে মুরগির জোগানে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে মনে করা হচ্ছে, জোগান কম থাকায় খোলা বাজারে মুরগির মাংসের দাম বৃদ্ধি পেতে পারে।
রাজ্যের পোলট্রি ফার্মগুলি থেকে উৎপাদিত মুরগি বাজারে নিয়ে আসেন ট্রেডাররা। রাজ্যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আওতায় ৪৫৫৭টি গাড়ি চলে। অভিযোগ, রাজ্য জুড়ে বিভিন্ন থানা এলাকায় এই সব গাড়ির উপর চলছে ‘পুলিশি জুলুম’! মুরগি পরিবহনের সময় গাড়িগুলি থেকে পুলিশ ‘তোলা’ আদায় করে এবং তোলা না দিলে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। তারই প্রতিবাদে দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক।