রাজীব ঘোষ: সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২২শে জুলাই। ২৩ শে জুলাই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর প্রতিবারই বাজেটকে ঘিরে দেশবাসীর মধ্যে নিত্য নতুন প্রত্যাশা তৈরি হয়। দেশের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথা বলেন। তারা একাধিক দাবি জানায়। এবার বাজেটে সিনিয়র সিটিজেন বা বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এই ঘোষণা অনুযায়ী বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, অটল পেনশন যোজনার (APY) পরিমাণ দ্বিগুণ হতে পারে।
২০১৫-১৬ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা বা APY শুরু করে। তাতে ৫০০০ টাকা পর্যন্ত পেনশনের ব্যবস্থা করা হয়। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যেকোনো ভারতীয় এপিওয়াই স্কিমে যুক্ত হতে পারেন। নির্দিষ্ট টাকা বিনিয়োগ করে শুধু পেনশন পাবেন তাই নয়, বহু সুবিধাও পাওয়া যাবে। ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো যাবে। যা আয়কর ধারার ৮০সির অধীনে সুবিধা মেলে। এ পর্যন্ত ৬.৬২ কোটি দেশবাসী অটল পেনশন যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন। তার মধ্যে ৫.৩ কোটি মানুষ বিনিয়োগ করেছিলেন।
কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর বার্ধক্যে এরকম একটি পেনশন আপনি প্রতিমাসে নির্দিষ্ট সংখ্যায় পেতে পারেন। তার জন্য কর্মজীবন চলাকালীন অল্প করে বিনিয়োগ করতে হবে। যদি প্রতিদিন মাত্র ৭ টাকা জমা দেন অর্থাৎ মাসে ২১০ টাকা, আর বয়স যদি ১৮ বছর হয়, তাহলে ৬০ বছর বয়স পার হওয়ার পরে আপনি ৫ হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। আর মাসে ১০০০০ টাকা করে পেনশন পেতে চাইলে মাত্র ৪২ টাকা প্রতি মাসে জমা দিতে হবে। ১০০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
আরও পড়ুনঃ Women Asia Cup 2024: মহিলা এশিয়া কাপে আজ লড়াই ভারত ও পাকিস্তানের
এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে গত ১ ফেব্রুয়ারি দেশে ভোট অন অ্যাকাউন্ট বা Interim Budget পেশ করা হয়। বাজেট পেশ করার সময়েই এই অটল পেনশন যোজনায় বিনিয়োগের জন্য প্রাপ্ত পেনশনের সুযোগ বাড়তে পারে বলে জানা যাচ্ছিল। এই স্কিমের অধীনে পেনশনের পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হতে পারে। Business Today-র এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, APY স্কিমের ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়তে পারে। যদি এবার দেশের পূর্ণাঙ্গ বাজেট যখন নতুন সরকার পেশ করতে চলেছে, তাতে যদি এই অটল পেনশন যোজনার পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়, তাহলে উপকৃত হবেন দেশবাসী।