নিসর্গ নির্যাস মাহাতো: হঠাৎ করেই বদলি করা হচ্ছে শিক্ষক ও শিক্ষিকাদের(Teacher transfer)। তবে ডিএভি স্কুল(DAV Public School) কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানতে নারাজ পড়ুয়াদের পরিবার। সিদ্ধান্ত বদল করতে বলে প্রিন্সিপ্যালকে ডেপুটেশন দিলেন পড়ুয়াদের বাবা-মা’রা।
আরও পড়ুনঃ বৃদ্ধ বয়সে হাত পাততে হবে না কোথাও, প্রতি মাসে পাবেন ৫০ হাজার টাকা পেনশন, কি করবেন, জেনে নিন
জানা গিয়েছে, হঠাৎ করে বিদ্যালয়ের অভিজ্ঞ ও স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুরের ডিএভি পাবলিক স্কুল(Midnapore DAV Public School)। আর এই সিদ্ধান্তে নারাজ শিক্ষার্থীদের পরিবার। সিদ্ধান্তের বিরোধিতা করার কারণ মূলত ৪টি। দাবি, মসৃণভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালনা ও শিক্ষাদানের ধরনে প্রভাব পড়বে, পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা সম্পর্কে প্রভাব পড়বে, বিষয়ে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা এতদিন যেভাবে পড়িয়ে এসেছিলেন তাতে হঠাৎ করে বদল হলে তা সুখকর হবে না। পাশাপাশি বলা হয়েছে, অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা বদলের ফলে শিক্ষাকর্মী-পড়ুয়া সহ সার্বিক দিকে নেতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা, মমতা সরকারের নতুন প্রকল্প
উন্নত মানের জন্যই অভিভাবক ও অভিভাবিকারা এই স্কুল বেছে নিয়েছিল বলে বলা হয়েছে। তুলে ধরা হয়েছে কর্তৃপক্ষ-শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের সুস্থ সম্পর্কের কথাও। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রিন্সিপ্যালকে চিঠি দিচ্ছেন প্রায় ৮৩ শিক্ষার্থীর পরিবারের সদস্য-সদস্যরা। সেই তালিকায় রয়েছেন প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পরিবার।