রাজীব ঘোষ: পশ্চিমবঙ্গ সরকার পরিবহন(Transport) ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে। এবার থেকে আর দৈনন্দিন যাতায়াতের জন্য যাত্রীদের লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। রাজ্য সরকারের অধীনে বাস, ট্রাম এবং লঞ্চ, এই পরিবহন মাধ্যমগুলিতে যাদের দৈনিক যাতায়াত করতে হয়, তারা একটিমাত্র কার্ডের(One card) মাধ্যমে ভাড়া দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের(WB govt.) অধীনস্থ যে সমস্ত পরিবহন নিগম রয়েছে এবং ফেরি সার্ভিস রয়েছে তার সঙ্গে কলকাতা ট্রামওয়েজ রয়েছে, এর প্রতিটিতেই একটিমাত্র কার্ডের মাধ্যমে ভাড়া প্রদান করা যাবে। এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই নবান্নে পরিবহন দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন, ওয়ান স্টেট ওয়ান কার্ড এই পদ্ধতি চালু হয়ে গেলে যাত্রীদের সুবিধা হবে। তাদের আর লাইন দিয়ে টিকিট কাটার জন্য কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে না। এই একটি কার্ডের মাধ্যমে সরকারি বাস, ট্রাম এবং ফেরি সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত জানা গিয়েছে, এই কার্ড অনেকটা মেট্রোর স্মার্ট কার্ডের অনুকরণে তৈরি করা হবে। যেভাবে মেট্রোতে স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারেন। ঠিক একইভাবে এই কার্ডের ব্যালেন্স থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বাস, ট্রাম এবং ফেরি সার্ভিসের ভাড়া দিতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুনঃ পুলিশই জামাকাপড় চোর! বেকায়দায় ট্যুরিস্টরা
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ক্ষেত্রে One State One Card পদ্ধতি চালু হয়ে গেলে সরকারের অধীনস্থ WBTC,SBSTC,NBSTC সমস্ত নিগমে যাত্রীরা একটি কার্ডের মাধ্যমে ভাড়া দিতে পারবেন। এর জন্য আর দাঁড়িয়ে থেকে টিকিট কাটার ঝক্কি সামলাতে হবে না।তবে কবে নাগাদ চালু হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে। সেখানে এরকম একটি কার্ডের মাধ্যমে সারাদিন ধরে পুরো পরিবার নিয়ে ট্রেন বাস সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থায় যাতায়াত করতে পারেন সেখানকার যাত্রীরা।