West Bengal assembly election: কলকাতার রসগোল্লা, কুণালের পাঠানো রসগোল্লার স্বাদ কেমন লাগল কল্যাণের?

Published On:

মানিকতলা উপনির্বাচনে(By-election) প্রায় ৬৩ হাজার ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। ভোটের আগে ভাইরাল অডিও টেপ নিয়ে বাগযুদ্ধ শুরু হয়েছিল কুণাল ঘোষ(Kunal Ghosh) এবং কল্যাণ চৌবের মধ্যে। কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন কল্যাণ চৌবে(Kalyan Chaubey) তাকে বিজেপিতে(BJP) যোগ দেওয়ার টোপ দিয়েছেন। যদিও কল্যাণ তা অস্বীকার করেন। কুণাল – কল্যাণের অভিযোগ, পাল্টা অভিযোগের কারণেই মানিকতলা উপনির্বাচন এবার ভিন্ন মাত্রা পেয়েছিল।

আরও পড়ুনঃ বাংলার শিল্প মানচিত্রে রুপোলি রেখা!লগ্নির ঘোষণা টাটা হিতাচির

কুণাল বলেছিলেন মনিকতলায় সুপ্তি যত ভোটের ব্যবধানে জিতবেন তিনি ততগুলি রসগোল্লা পাঠাবেন কল্যাণকে। ভোট গণনা শেষ হতে দেখা ৬২ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন সুপ্তি। কথামত কুণাল ৬৩ টি রসগোল্লা পাঠিয়েছেন কল্যাণের বাড়িতে। রসগোল্লা পাঠিয়ে কুণাল রাজনৈতিক সৌজন্যের নজির রাখলেও এর মধ্যে দিয়েই তিনি বিজেপি প্রার্থীকে খোঁচা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গেছে এদিন কুণাল ঘোষের পক্ষ থেকে একজন গিয়েছিলেন কল্যাণ চৌবের উল্টডাঙ্গার আবাসনে। যদিও ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা কল্যাণের ফ্ল্যাটে রসগোল্লা নিয়ে ঢুকতে দেননি ওই ব্যক্তিকে। শেষপর্যন্ত আবাসনের নিরাপত্তারক্ষীদের হাতেই ওই ব্যক্তি রসগোল্লার হাড়ি তুলে দেন। গোটা ঘটনাটির ভিডিও করা হয়।