ফের একবার নারী অধিকারের কথা মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবারই দেশের শীর্ষ আদালত জানিয়েছিল বিবাহবিচ্ছিনা মুসলিম মহিলারা খোরপোশের দাবি জানাতে পারেন। এই ঐতিহাসিক রায়দানের পর আরও একবার মহিলাদের অধিকারের কথা স্মরণ করিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত একটি পর্যবেক্ষণে জানিয়েছে, স্বামীর সঙ্গে জয়েন্ট একাউন্টের ক্ষেত্রে গৃহবধূদের এটিএম কার্ড ব্যবহারের সুবিধা থাকা উচিত। নাহলে তাদের অর্থনৈতিক সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং জর্জ ম্যাসির বেঞ্চ জানায় অনেক সময় স্বামী বুঝতেই পারেন না গৃহবধূকে অর্থনৈতিক সুরক্ষা দেওয়া তার কর্তব্য। এজন্য প্রতিটি স্বামী বোঝা উচিত তাদের স্ত্রী মানসিকভাবে তাদের উপর কতটা নির্ভরশীল। পুরুষদের উচিত গৃহবধূদের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া। একারণে স্বামীর সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক একাউন্টের ক্ষেত্রে স্ত্রীর এটিএম কার্ড ব্যবহারের সুবিধা থাকা উচিত।
আরও পড়ুনঃ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
আবদুস সামাদ নামে এক ব্যক্তি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি তার স্ত্রীর খোরপশের আবেদনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জানান, মুসলিম পার্সোনাল ল মেনে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয় ১৯৮৬ সালের বিবাহবিচ্ছিনাদের অধিকার আইন অনুযায়ী মুসলিম মহিলাদের আলাদা করে দেখা যায় না, সুতরাং ওই মহিলাকে মাসে ১০০০০ টাকা খোরপোশের নির্দেশ দেয় আদালত। এই মামলাতেই আদালত গৃহবধূদের এটিএম কার্ড থাকা উচিত বলে মন্তব্য করে।