স্মোকিং (Smoking) ইজ ইনজুরিয়াস টু হেলথ, যার সহজ বাংলা করলে দাঁড়ায় ধূমপান (Smoking) স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একথা জানেন না এমন কেউ বোধহয় নেই। অথচ সামান্য মিনিটখানেকের সেই সুখটান উপভোগ করার জন্য স্বাস্থ্যের তোয়াক্কা করেন না কেউই। ঠিক কী কী সমস্যা হতে পারে ধুমপানের কারণে? উত্তর সবার জানা। কিন্তু যদি বলা হয় ধুমপানের ফলে আপনার গলার মধ্যে বেরোতে পারে চুল তাহলে অবাক হবেন নিশ্চয়? হয়তো হেসে উড়িয়ে দেবেন। ভাববেন এতদিন শুনেছেন ধূমপান ক্যান্সারের কারণ, এখন শুনছেন গলার ভেতরে চুল গজাবে ধূমপান করলে? এ কোন পাগলের প্রলাপ? শুনতে অবাক লাগলেও অস্ট্রিয়ার এক বাসিন্দা সম্প্রতি এমনই এক সমস্যার সম্মুখীন হয়েছেন। এই নিয়ে আমেরিকার একটি জার্নালে রিপোর্ট প্রকাশিত হতেই প্রথম জানা যায় এই খবর।
জানা গেছে, অস্ট্রিয়ার বাসিন্দা বছর ৫২ এর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বহু চিকিৎসার পরেও কোনভাবেই সুস্থ হচ্ছিলেন না তিনি। শেষপর্যন্ত চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তার ব্রঙ্কোস্কোপি করার। পরীক্ষার রিপোর্ট আসতেই হতবাক হয়ে যান চিকিৎসকরা। তারা দেখেন ওই ব্যক্তির গলার ভেতর চুল গজিয়েছে। সেই কারণেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তার।
ওই ব্যক্তি জানিয়েছেন তিনি চেন স্মোকার। প্রায় ১৭ বছর ধরে ধূমপান করছেন তিনি। এর আগে ২০০৭ সালেও একই সমস্যার সম্মুখীন হন ওই ব্যক্তি। সেবার বিশেষ পদ্ধতিতে চিকিৎসকরা তার গলা থেকে চুল বের করেন। তবে এরপরেও সমস্যা কমেনি। ফের নতুন করে চুল গজাতে শুরু করে। বাধ্য হয়েই তিনি আবার চিকিৎসকদের শরণাপন্ন হন। চিকিৎসকদের ধারণা অতিরিক্ত ধূমপানের কারণেই তার এই সমস্যা হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে এন্ডোট্রাকিয়াল হেয়ার গ্রোথ বলা হয়। অবিলম্বে ওই ব্যক্তিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।