শ্যালক সাংসদ দিল্লিতে, হুল দিবসের অনুষ্ঠানে সাংসদ-প্রতিনিধি হিসেবে উপস্থিত ভগ্নীপতি প্রাক্তন সাংসদ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ বড় শ্যালক বর্তমান সাংসদ এখন দিল্লিতে। তবে ভগ্নীপতি প্রাক্তন সাংসদ রয়েছেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীইপদ সরেনের সম্পর্কে ভগ্নীপতি হন সদ্য প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। বিজেপিতে থেকে গতবার জিতেছিলেন কুনার।

আরও পড়ুনঃ বাইক চোর সন্দেহে স্কুল পড়ুয়া কিশোরকে পুলিশের ‘থার্ড ডিগ্রি’,ক্ষোভে এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল

তবে শেষ বেলায় যোগ দেন তৃণমূলে। লক্ষ্যণীয় ভাবে রবিবার ঝাড়গ্রাম শহরে একটি হুল দিবসের অনুষ্ঠানে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতোর সঙ্গে পাশাপাশি দেখা গেল কুনারকে। এদিন অজিতের ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে হুল দিবসের অনুষ্ঠানে আগোগোড়া খোশমেজাজে ছিলেন কুনার। জানালেন, বড় শ্যালকের প্রতিনিধি হয়ে তিনি অজিতের অনুষ্ঠানে এসেছেন। অন্যদিকে বর্তমান তৃণমূল সাংসদ কালীপদ সরেন দিল্লি থেকে ফোনে বলেন, ‘‘লোকসভার অধিবেশনের জন্য দিল্লিতে আছি।’’

এদিন দিল্লির বঙ্গ ভবনে নিজের ঘরে সিদো কানুর ছবিতে শ্রদ্ধা জানিয়ে হুলদিবস পালন করেন কালীপদ। অজিত বলেন, সাংসদ দিল্লিতে থাকার জন্য আসতে পারেননি। প্রাক্তন সাংসদ আসায় আমরা খুবই খুশি হয়েছি।