Jhargram: মায়ের অসুস্থতার খবরে বাড়ি ফিরে যুবকের রহস্যজনক মৃত্যু

Published On:

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ঝাড়গ্রামে (Jhargram) শোকের ছায়া! মায়ের অসুস্থতার খবর পেয়ে তামিলনাড়ু থেকে বাড়ি ফিরেছিলেন ছেলে। কিন্তু রহস্যজনক ভাবে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম সত্যবান মঙ্গল (২২)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম (Jhargram) জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত সারিয়া অঞ্চলের ভুলনপুর গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সত্যবান তামিলনাড়ুতে একটি সুতোর কলে কাজ করতেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দিন চারেক আগে তামিলনাড়ু থেকে ভুলনপুর গ্রামের বাড়িতে ফিরেছিলেন। বুধবার সকালে সত্যবান কেনাকাটা করতে দোকান যাচ্ছেন জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় লোকজন সত্যবানের বাড়িতে ফোন করে ঘটনাটি জানান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সত্যবানের মামা শ্রীমন্তকুমার জানা অভিযোগ করেন, সত্যবান অল্প নেশা করলেও সে আত্মহত্যা করতে পারে না। কেউ সত্যবানকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। তবে তিনি জানান, সত্যবানের বাবা সহ পরিবারের আরও ৬ জনের এভাবে গলায় দড়ি নিয়ে অপমৃত্যু হয়েছে। বছর দুয়েক আগে সত্যবানের বাবা দেনার কারণে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিলেন। সত্যবানের ঠাকুরদাও বেশ কয়েক বছর আগে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই ওই পরিবারে কেউ না কেউ আত্মহত্যা করছেই। সত্যবান ওই পরিবারের সপ্তম ব্যক্তি যাঁর এই ভাবে অপমৃত্যু হল।