Paracetamol: ভরসার নাম প্যারাসিটামল? অথচ গুণমান পরীক্ষায় ডাহা ফেল সেই ওষুধ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

জ্বর এসেছে? বা মাথাব্যথা? আপনার হাতের কাছেই রয়েছে সহজ সমাধান। কী সেই সমাধান? প্যারাসিটামল। হ্যাঁ, সাধারণ জ্বর, মাথাব্যথার মত অসুখে চিকিৎসক থেকে রোগীরা চোখ বুজে ভরসা করেন প্যারাসিটামলের (paracetamol)উপরে। অথচ এই ওষুধ সম্প্রতি ফেল করেছে দেশের ওষুধ নিয়ামক সংস্থার গুণমান পরীক্ষায়। চিন্তার বিষয়, শুধু প্যারাসিটামল নয় মোট ৫২ টি ওষুধ ফেল করেছে এই গুণমান পরীক্ষায়।

আরও পড়ুনঃ ফুটপাত দখল করা দোকান ভাঙা হচ্ছে, রাজনীতি ও ধর্মের নামে জবরদখল জায়গার কী হবে?

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, প্য়ারাসিটামল, প্যান্টোপ্রাজ়ল ও বিভিন্ন অ্যান্টিবায়োটিক স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা গুণমান পরীক্ষা পাশ করতে পারেনি। এর মধ্যে বেশিরভাগ ওষুধ তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। এছাড়াও জয়পুর, গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছিল ওষুধের নমুনা।

জানা গেছে, যে সব ওষুধ গুণমান নির্ধারক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, সেসব ওষুধ সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। ওষুধগুলিকে বাজার থেকে দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।