Kharagpur Train Cancel: রেলযাত্রীদের দুঃসংবাদ! ১০ দিন ধরে বাতিল ২৩৭টি লোকাল, সঙ্গে বহু এক্সপ্রেস

Published On:

আন্দুল স্টেশনে কাজ চলবে। সেই কারণে ১০ দিন ধরে খড়গপুর ডিভিশনে বাতিল (Kharagpur Train Cancel) হতে চলেছে ২৩৭টি লোকাল ট্রেন। তালিকায় রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ২৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল হবে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন। নীচে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।

বাতিল লোকাল ট্রেন-

২৯ জুন-
৩৮৮০১ – হাওড়া-মেদিনীপুর ফাস্ট লোকাল
৩৮৮০৬- মেদিনীপুর-হাওড়া ফাস্ট লোকাল

৩০ জুন-
৩৮৭০৫ হাওড়া-খড়গপুর লোকাল
৩৮৭১৪ খড়গপুর-হাওড়া ফাস্ট লোকাল
৩৮৭০৩ হাওড়া-খড়গপুর লোকাল
৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল
৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল

১ জুলাই-
৩৮৪৫৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল
৩৮৭০৩ হাওড়া-খড়গপুর লোকাল
৩৮৭০৮ খড়গপুর-হাওড়া লোকাল
৩৮৭০৫ হাওড়া-খড়গপুর লোকাল
৩৮৭১৪ খড়গপুর-হাওড়া ফাস্ট লোকাল
০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
০৮০৭০ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল
৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল
৩৮৪০৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল
৩৮৪১৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল
৩৮৩০১ সাঁতরাগাছি-মেছেদা লোকাল
৩৮৪১০ পাঁশকুড়া-সাঁতরাগাছি লোকাল

একই রকম ভাবে, ১ জুলাই যাত্রা শুরু করে এমন ট্রেন ২ জুলাই বাতিল হবে ১৫টি। ২ জুলাই যাত্রা শুরু করে ৩ রা জুলাই বাতিল হবে এমন ১৬টি লোকাল ট্রেন। ৪ ঠা জুলাই বাতিল ১৬টি লোকাল। ৫ জুলাই বাতিল ২৩টি লোকাল। ৬ জুলাই বাতিল ৪৫টি লোকাল। ৬ জুলাই যাত্রা শুরু করে এমন ৫৩টি লোকাল বাতিল ৭ জুলাই। ৮ জুলাই বাতিল ৪৭টি লোকাল ট্রেন।

Kharagpur Train Cancel: রেলযাত্রীদের দুঃসংবাদ! ১০ দিন ধরে বাতিল ২৩৭টি লোকাল, সঙ্গে বহু এক্সপ্রেস
Kharagpur Train Cancel: রেলযাত্রীদের দুঃসংবাদ! ১০ দিন ধরে বাতিল ২৩৭টি লোকাল, সঙ্গে বহু এক্সপ্রেস
Kharagpur Train Cancel: রেলযাত্রীদের দুঃসংবাদ! ১০ দিন ধরে বাতিল ২৩৭টি লোকাল, সঙ্গে বহু এক্সপ্রেস

বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা

বাতিল এক্সপ্রেস ট্রেন-

১২৮৫৭/১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ রা জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল।
১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ রা জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল।
১২৮৭১/২২৮৬২ হাওড়া-টিটলাগড়/কাঁটাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৬ জুলাই ও ৮ জুলাই বাতিল।
২২৮৬১/১২৮৭২ হাওড়া-কাঁটাবাঞ্জি/টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ৭ জুলাই বাতিল।
২২৮৯৭/২২৮৯৮ হাওড়া-দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেস ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল।
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস ৫ জুলাই থেকে ৭ জুলাই বাতিল
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ৬ জুলাই থেকে ৮ জুলাই বাতিল।
১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস ৬ জুলাই এবং ৮ জুলাই বাতিল।