স্বপ্নীল মজুমদার~ গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল। বাড়ি থেকে বেরিয়েছিলেন ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার ঠাকুরপাড়া গ্রামের যুবক জগন্নাথ মান্ডি (৩৬)। কিন্তু বিয়ে বাড়িতে যাননি তিনি।
বাড়ির অদূরে একটি আমগাছে মিলল জগন্নাথের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি জগন্নাথ বেশ কয়েকমাস যাবৎ আর্থিক সমস্যায় ছিলেন। এ জন্য মানসিক অবসাদগ্রস্তও ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ঠাকুর পাড়া গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। সেই সময় রাতে আচমকা বাড়ি থেকে বেরিয়ে যান জগন্নাথ। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমগাছে দড়ির ফাঁসে জগন্নাথের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ সঙ্ঘের ‘নোটা-য় না’ প্রচারে সাফল্য, পরিসংখ্যান তাই বলছে
খবর পেয়ে বিনপুর থানার পুলিশ এসে নিথর জগন্নাথকে উদ্ধার করে বিনপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ঝাড়গ্রাম পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতের দাদা শঙ্কর মান্ডি বলেন, ‘‘বেশ কয়েক মাস মানসিক অবসাদে ভুগছিল জগন্নাথ। রাতে বিয়ে বাড়িতেও যায়নি।’’