স্বপ্নীল মজুমদার~ বিজেপির জেলা সভাপতির অফিস ঘরে তালা লাগিয়ে দিলেন একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্বে এমন ঘটনা বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে, বিজেপির এক জেলা সম্পাদকের নেতৃত্বে একদল নেতা-কর্মী ঝাড়গ্রাম শহরে বিজেপির জেলা কার্যালয়ের দোতলায় জেলা সভাপতি তুফান মাহাতো এবং দলের কোষাধ্যক্ষ সুশীল মাহাতোর অফিস ঘরে তালা লাগিয়ে দেন। ওই সময় তুফান জেলা কার্যালয়ে ছিলেন না। তবে কোষাধ্যক্ষ জেলা কার্যালয়ের অন্য ঘরে ছিলেন। ওই সময় জেলা কার্যালয়ে অন্য নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও কেউ বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বাধা দেননি বলে সূত্রের খবর। ২০১৯ সালের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে প্রথমবার জয়ী হয় বিজেপি।
আরও পড়ুনঃ পুলিশ লক- আপে হুইল চেয়ারে বসানো ছেলের মৃতদেহ, বুঝতেই পারলেন না মা-বাবা!
জেতা আসন ধরে রাখার জন্য এবার চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের কাছে ১ লক্ষ ৭৪ হাজার ৪৮ ভোটে হেরেছেন প্রণত। এই হারের জন্য জেলা নেতৃত্বকে দায়ী করে নিচুতলার একাংশ নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ বাড়ছে। অনুমান, এদিন সেই ক্ষোভেরই বহিপ্রকাশ হয়েছে। জেলা সভাপতি তুফান মাহাতো ফোন ধরেননি। বিজেপির অন্যান্য নেতারাও এ বিষয়ে মুখ খুলতে চাননি।
তবে একাংশ বিজেপি কর্মীর অভিযোগ, ভোটের জন্য জেলায় যে টাকা দল পেয়েছিল সেই টাকা থেকে প্রতি বুথে ২০ হাজার টাকা করে পাঠানোর কথা থাকলেও অধিকাংশ বুথে টাকা দেওয়া হয়নি। তাছাড়া জেলার একাংশ বিজেপি নেতা তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছিলেন বলে অভিযোগ করছেন গেরুয়া কর্মীদের একাংশ।