জানুয়ারি থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের (ghatal master plan) কাজ। তেমনই ইঙ্গিত দিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে দেব বৈঠক করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। তারপরই তিনি ঘোষণা করেন ঘাটালের মানুষের সহযোগিতা পেলে আগামী ৫ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা যাবে। সন্টলেকের জলসম্পদ ভবনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে বসেন দেব এবং পার্থ ভৌমিক। জানা গেছে সেখানে দীর্ঘক্ষণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এরপর দেব জানান, ‘সব ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসের মধ্যে কাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়াররা পরিস্থিতি খতিয়ে দেখছে। তবে এই কাজ সম্পূর্ণ হতে গেলে আগে চাই ঘাটালের মানুষের সহযোগিতা।’
প্রতিবছরই বন্যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘাটাল। তাই স্বাভাবিকভাবেই প্রতিবছরই ভোটের অন্যতম ইস্যু হয়ে উঠেছে ঘাটালের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন। বিজেপি, তৃণমূল থেকে সব দলই বিভিন্ন সময় ঘাটালকে নিয়ে শুনিয়েছে আশার বাণী। তবে এবারের লোকসভা ভোটে ঘাটালের সাংসদ দেব দাবি করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা না দিলে দেবে রাজ্য। তিনি আরও জানান এই বিষয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তারিত কথাও হয়েছে। যদিও সেইসময় বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছিলেন, কেন্দ্র অনেকদিন আগেই তার বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে। রাজ্যের টালবাহানার কারণে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা যাচ্ছে না।
এদিনের বৈঠক শেষে দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি। এই প্ল্যান বাস্তবায়িত করার জন্য অনেক জমি লাগবে, খাল কাটতে হবে। সেই বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আশা করা যায় জানুয়ারি মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।’
তবে দেবের এই মন্তব্যের পরে তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আগেই টাকা দিয়েছে। রাজ্য সেই টাকা কোথায় কী করেছে জানা নেই। দেব তো আগেও প্রতিশ্রুতি দিয়েছিল, আবার প্রতিশ্রুতি দিল। দেখা যাক কত দিনে কী হয়।’