স্বপ্নীল মজুমদার~ কাজু বাগানের মালিককে মারধর করে অনিচ্ছাকৃত খুনের দই অভিযুক্ত দিনমজুরকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ (Jhargram Police)। ধৃতদের নাম সুজয় মল্লিক ও মনসা নায়েক। দু’জনের বাড়ি ঝাড়গ্রাম শহরের কদমকাননে। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।
বুধবার তাদের ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ১৪ দিন জেল হেফাজতের রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কদমকাননে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রে কাজু বাগানের লিজ নিয়েছিলেন মাখন খাটুয়া (৬১) নামে এক ব্যক্তি। মাখনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকায়। গত ১৫ মে কাজুর ওজন নিয়ে স্থানীয় দিনমজুরদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।
এরপর দিনমজুররা মাখনকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত মাখনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। পরদিন সেখানে তাঁর মৃত্যু হয়।
১৬ মে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ সুজয় ও মনসার নাম পায়। কিন্তু দু’জনেই পলাতক থাকায় এতদিন ধরা যায়নি। মঙ্গলবার তারা বাড়ি ফিরেছে খবর পেয়ে পুলিশ তাদের পাকড়াও করে।