ষাঁড়ের আতঙ্কে কাঁপছে লালগড়ের বেলাটিকরি, শিংয়ের গুঁতোয় মৃত্যু এক ব্যক্তির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ ধর্মের ষাঁড় ঘুরে বেড়ায়। মনের সুখে আলু, মূলো যে যা দেয় খায়। কিন্তু মেজাজ বিগড়ে গেলে রক্ষা নেই। সেই ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারালেন ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলাটিকরি গ্রামের পূর্ব পাড়ার কাসরাই মান্ডি (৪০)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি বাছুরকে নিয়ে গোয়ালে ফেরার সময় রাস্তার ষাঁড়টি কাসরাইকে সামনে থেকে গুঁতিয়ে দেয়। শিংয়ের গুঁতোয় ছিটকে পড়েন তিনি। পেটে গুরুতর আঘাত লাগে। ছিটকে পড়ার দরুণ মাথায় চোট পান। অচেতন কাসরাইকে পরিজনরা উদ্ধার করে রাতেই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ হাতির হানায় ১৫ দিনে চারজনের মৃত্যু, ঝাড়গ্রামে আতঙ্ক

মৃতের পড়শি দীপক দিগার বলেন, ‘‘কাসরাইদা গোয়ালের একটি বাছুরকে নিয়ে ফিরছিলেন। বাছুরটিকে গোয়ালে ঢোকানোর সময় আচমকা ষাঁড়টি ছুটে এসে তাঁকে সামনে থেকে তলপেটে গুতিয়ে দেয়।’’

স্থানীয়রা জানান, রাস্তার ষাঁড়টি বেশ কয়েক বছর ধরেই এলাকায় ঘুরে বেড়ায়। কয়েক বছর আগে পৃথক চারটি ঘটনায় ষাঁড়টির গুঁতো খেয়ে ৪ জনের মৃত্যু হয়। পরে ষাঁড়ের আক্রমণে একজন জখমও হন। অবিসম্বে ষাঁড়টিকে অন্যত্র সরানোর দাবি করেছেন স্থানীয়দের একাংশ।