স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা ভোটে ঝাড়গ্রাম পুরসভার ওয়ার্ড ভিত্তিক খারাপ ফলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ঝাড়গ্রাম পুরসভার (Jhargram Municipality) তৃণমূল (TMC) কাউন্সিলরদের নিয়ে টেলি কনফারেন্সে ভার্চুয়াল বৈঠক করা হল।
বৃহস্পতিবার ঐ টেলি কনফারেন্সে তৃণমূলের ১৭ জন কাউন্সিলরের মধ্যে ১৫ জন যোগ দেন। ৩ নম্বর ওয়ার্ডের শিউলি সিংহ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রশান্ত রায় ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি। তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। সূত্রের খবর, অভিষেকের দফতরের প্রতিনিধি জয়িতা সিকদার জানতে চান শহরে কেন এমন খারাপ ফল হল? জবাবে সিংহভাগ কাউন্সিলর শহরের নিকাশি, রাস্তা, উড়ালপুলের তলায় দু’দিকের সার্ভিস রাস্তার সমস্যার বিষয় গুলি তুলে ধরেন। শহরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জহার ভাতা, মানবিক ভাতা গুলির নতুন উপভোক্তারা এখনও পর্যন্ত টাকা পাননি। জমি জটে শহরে অনেক গরিব মানুষকে সরকারি প্রকল্পের বাড়ি দেওয়া সম্ভব হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এদিন জানিয়ে দেওয়া হয় ২০২৬-এর আগেই শহরের বকেয়া সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে। এ জন্য ডিটেইল প্রোজেক্ট রিপোর্ট তৈরি করতে বলা হয়। এক কাউন্সিলর নালিশ করেন, তাঁর এলাকায় মেডিক্যাল কলেজ, অথচ সেখানে স্থানীয়দের চুক্তিভিত্তিক কাজে নেওয়া হয়নি। স্থানীয় বিধায়কের তালিকা অনুযায়ী লোকজনকে কাজে নেওয়া হয়েছে। এজন্যই তাঁর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে বলে দাবি করেন ওই কাউন্সিলর। এক কাউন্সিলর আবার শহর সভাপতির বিরুদ্ধেই গোষ্ঠী রাজনীতি জিইয়ে রাখার অভিযোগ করেন।