রাজনীতি বড় বালাই! তাই এবার কি তৃণমূল-সিপিএম (CPM TMC) ভাই ভাই! লোকসভা ভোটের ফলপ্রকাশের ৪৮ ঘন্টা পরেই তৃণমূলের (TMC) মুখপত্রে সীতারাম ইয়েচুরি ও সিপিএমের (CPM) মুখপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক! যা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে রাজ্য ও দেশের রাজনৈতিক মহলে।
ভোট শেষ হতেই রাজ্যের ‘বাস্তবতা’র চেয়ে দেশের ‘বাস্তবতা’ কি বেশি প্রাধান্য পেতে চলেছে? উঠছে এমন প্রশ্ন। কারণ, বৃহস্পতিবার সকালে প্রকাশিত সিপিএম এবং তৃণমূলের মুখপত্রে প্রথম পাতার ছবি। তৃণমূলের প্রভাতী দৈনিকে বুধবার হওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের দু’টি ছবি ছাপা হয়েছে। একটি ছবিতে সকলের সঙ্গে রয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অপর ছবিটিতে রয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢঢ়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিআইএমের প্রভাতী দৈনিকে প্রকাশিত ছবিতে ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্যদের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সদ্য প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। এই রাজ্যে সেই সময় যুযুধান ছিল তৃণমূল-সিপিএম দুই দল। যদিও জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোট গঠন হয়েছে অনেক আগেই, কিন্তু ১১ মাস আগে রাজ্যের শাসকদল তৃণমূল এবং রাজ্যের একদা শাসকদল সিপিএমের মুখপত্রে ‘ইন্ডিয়া’ জোটের ছবিতে অপর পক্ষের কোনও নেতানেত্রী এতদিন জায়গা পাননি। এবার উল্টো পুরাণ। রাজনৈতিক মহল বলছে, রাজ্যের রাজনীতির ‘বাস্তবতা’র চেয়ে দেশের রাজনীতির ‘বাস্তবতা’ বেশি প্রাধান্য পেতে চলেছে। লোকসভা নির্বাচনে বিজেপি কিছুটা ধাক্কা খেয়েছে। নরেন্দ্র মোদী একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেননি। সেই সময়ে জাতীয় রাজনীতির প্রাসঙ্গিকতায় বিরোধী ঐক্যকে অধিক গুরুত্ব দিতে চাইছে দুই দল।