মঙ্গলবার ঘোষণা হয়েছে লোকসভা ভোটের ফলাফল। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শতাব্দী রায়। এই জয়ের জন্য কর্মী – সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গেছে শতাব্দী তিহার জেলে যাচ্ছেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সঙ্গে দেখা করতে।
বীরভূমের রাজনীতিতে আপাতত অপ্রাসঙ্গিক অনুব্রত। অনুব্রত থাকাকালীন লোকসভা হোক বা বিধানসভা, তৃণমূলের জয় ছিল সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশন বারংবার চেষ্টা করেছে অনুব্রতকে নজরবন্দি করার কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। তবে বীরভূম জেলায় তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় শতাব্দীর সঙ্গে সুসম্পর্ক ছিল না অনুব্রতর। বিভিন্ন সময় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শতাব্দী। তিনি যে সাংসদ হওয়ার পরেও জেলার অনুষ্ঠানে ডাক পান না সেকথা জানিয়েছিলেন দলের অন্দরে। একসময় শোনা যাচ্ছিল শতাব্দী দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। তবে অনুব্রতর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ঘোষণা করায় আপাতত শতাব্দী – অনুব্রত বিতর্কের অবসান ঘটল।