Jhargram: কাউন্টিং এজেন্টদের শরীর ঠাণ্ডা রাখতে দই-চিঁড়ে ও রসগোল্লা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ মঙ্গলবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছিল ৪৭ ডিগ্রির মত। গরমে হাঁসফাঁস অবস্থা। তাই এদিন ঝাড়গ্রাম লোকসভা ভোটের গণনা কেন্দ্রে দলের কাউন্টিং এজেন্টদের জন্য দই, চিঁড়ে ও রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল। ১৩ হাঁড়ি দই, এক ডেকচি ভেজানো চিঁড়ে ও ১২০০ রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুনঃ মানুষের সেবকরা নিশ্চয়ই রক্ত ঝরাবেন না

কমিশনের অনুমতিপ্রাপ্ত খাবার সরবরাহের দায়িত্ব প্রাপ্ত চুনকু মুর্মু, অজিত বাস্কেরা জানালেন, হাপুস হুপুস করে তৃপ্তি সহযোগে খেয়েছেন দলের কাউন্টিং এজেন্টরা।

জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলছেন, গরমে কর্মীদের সুস্থ রাখতে খাবারের পাতে দই-চিঁড়ে ও রসগোল্লার ব্যবস্থা করা হয়।