Loksabha Election: মানুষের সেবকরা নিশ্চয়ই রক্ত ঝরাবেন না

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

নিসর্গ নির্যাস মাহাতো~ আজ ফলাফলের দিন। ভোটের প্রচারে সকলেই বলে গিয়েছেন, দেশের সেবা-মানুষের জন্য কাজ-হিংসা নয়। জিতুন বা হারুন মনে রাখতে হবে সে কথা। না হলে আয়নাটা খুলে ফেলুন।

সর্বত্র আয়না খুলে ফেললেও গাড়ির লুকিং গ্লাস খুললে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। বেঁচে থাকুন আপনি। বাঁচতে দিন।

ভোটের প্রচারে সকলেই তো বলে গিয়েছেন মানুষের সেবা। এই সেবা করার জন্য অনেক রক্ত ঝরেছে। এবার না হয় রক্ত ঝরাটা থুড়ি ঝরানোটা বন্ধ থাক। তার চেয়ে থাক বন্ধুতা।

আরও পড়ুনঃ জঙ্গলে পাতা সংগ্রহে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

বিশ্বাস করুন সকলের সঙ্গে সকলের সেটিং আছে। বিজেপি-কংগ্রেস-তৃণমূল-সিপিএম-আইএসএফ-মুসলিম লীগ-শিবসেনা। এখানেই শুধু নয়, সেটিং আছে আপনার সঙ্গে আপনার ছোটবেলা ও এখনের বন্ধুর, আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার। চাষীর সঙ্গে বিক্রেতার-আপনার। দর্জির সঙ্গে আপনার। চাকুরিজীবী বা ব্যবসায়ীর সঙ্গে আপনার। শ্বশুরবাড়ির সঙ্গে বাপের বাড়ির। সকলের সঙ্গে সকলের।

তাহলে কেন এবারেও সত্যি করে ফেলবেন, ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়’ এই প্রবাদ বাক্যটি।

আক্রমণ এলে প্রতিরোধ করুন। হিংসা- প্রতিহিংসা তফাতে যাক। শুরুটা আপনি করুন ছড়িয়ে যাবে ভাইরাসের মত। মনে রাখবেন, উস্কানি দাতা বা দাত্রীর প্রাণ যায় না। প্রাণ যায় যারা ফাঁদে পা দেয় তাদের।

তাই Gun নয়, গান ধরুন বা শুনুন। আর চোখ বন্ধ করে ভেবে নিন কবে হাসি বা কান্না সত্যি স্পর্শ করেছিল আপনার চোখ-ঠোঁট-গাল? মেকি ও ক্রূর ইমোশন ছাড়া?