Sourav Ganguly Steel plant: শালবনিতে ছেড়ে গড়বেতায় হচ্ছে সৌরভের কারখানা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

শালবনিতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী নিজেই। গতকাল একটি আলোচনা সভায় সৌরভ গাঙ্গুলী (sourav Ganguly) জানান জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে শালবনিতে(salboni) প্রস্তাবিত ইস্পাত কারখানা (steel plant) হবে না। তবে রাজ্যবাসীর আশাহত হওয়ার কিছু নেই। কারণ শালবনির পরিবর্তে সৌরভ ইস্পাত কারখানা তৈরি করবেন গড়বেতায়। সৌরভ জানান এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার কথাও হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল নাকি বিজেপি? কার পাল্লা ভারী! কতটা প্রাসঙ্গিক বামেরা

গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরের সময় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন সৌরভ? সঙ্গে এও জানান মাস ছয়েকের মধ্যে তৈরি হবে কারখানা। স্থানীয় বেকার যুবক – যুবতীরা কাজ পাবেন সেখানে। কিন্তু এই ঘোষণার পরে বেশ কয়েকমাস পেরিয়ে গেলেও কারখানা তৈরির কাজ এগোয়নি। এরইমধ্যে সৌরভ ঘোষণা করলেন জমি সংক্রান্ত জটিলতার কারণে গড়বেতায় তৈরি হবে ইস্পাত কারখানা।

এদিনও সৌরভ বলেন রাজ্যে ইস্পাত কারখানা হলে বহু মানুষের নতুন কর্মসংস্থান হবে। সৌরভের ঘোষণা নতুন আশার সঞ্চার করল গড়বেতার মানুষদের মনে।