Poll Prediction: তৃণমূল নাকি বিজেপি – কার পাল্লা ভারী! কতটা প্রাসঙ্গিক বামেরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। আগামী মঙ্গলবার ৪ঠা জুন ভোট গণনা৷ তার আগে সংবাদমাধ্যমে থেকে রাজনৈতিক মহল, সকলেই ব্যস্ত ভোট পরবর্তী বিশ্লেষণে৷ অবিরত সামনে আসছে বিভিন্ন বিশ্লেষণ (Poll Prediction), বুথ ফেরত সমীক্ষা (Exit Poll)। সমস্ত সমীক্ষাই দেশ জুড়ে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। সামগ্রিক ভাবেই এরাজ্যেও ৪২টি আসনে ফলাফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। গণনার আগে GNE Bangla-র তরফে পশ্চিমবঙ্গের আসনগুলির আসন্ন ফলাফলের একটি বিশ্লেষণাত্মক সম্ভাবনা আন্দাজ (Poll Prediction) করা হচ্ছে। দেখে নেওয়া যাক কি বলছে সেই সম্ভাবনা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে অভাবনীয় ফলাফল করেছিল বিজেপি। তারপর থেকেই বিগত নির্বাচনগুলির বিচারে ক্রমশ ভোট বৃদ্ধি হয়েছে গেরুয়া শিবিরের। কিন্তু বিগত বিধানসভা ভোটে আশানুরূপ ফল করেনি বিজেপি। সেই সময়ে সমস্ত বুথ ফেরত সমীক্ষার ভবিষ্যৎবাণী সফল হয়নি। সরকার গঠন তো দূরস্থান, ৭৭টি আসন নিয়েই সন্তুষ্ট হতে হয়েছিল শুভেন্দু অধিকারীদের। অপরদিকে সমস্ত আন্দাজ নস্যাৎ করে আসন বৃদ্ধি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এই বারেও দেশ জুড়ে মোদি-ঝড়ের মাঝে সমস্ত বুথ ফেরত সমীক্ষাই কেন্দ্রে ফের মোদি-সরকার গঠনের দিকেই ইঙ্গিত করছে। এখন বিচার্য এই রাজ্যে বিজেপির ফলাফল কেমন হতে চলেছে।

আরও পড়ুনঃ রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত? নাকি ফের বাজিমাত করবে তৃণমূল?

GNE Bangla-র রাজনৈতিক বিশ্লেষণ বলছে গোটা রাজ্যেই প্রায় সমানে সমানে টক্কর দিতে চলেছে তৃণমূল ও বিজেপি। অন্যদিকে প্রায় অপ্রাসঙ্গিক হতে চলা বামেদের ভোট প্রাপ্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে
তৃণমূল- ১৯ থেকে ২৩টি
বিজেপি- ১৭ থেকে ২১টি
বাম-কংগ্রেস জোট- ২ থেকে ৩টি
আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

দেখে নেওয়া যাক কোথায় কোন আসনে কোন দল সম্ভাব্য জয় আশা করতে পারে।

উত্তরবঙ্গ :
বিজেপি – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদহ উত্তর
তৃণমূল কংগ্রেস- জঙ্গিপুর, কৃষ্ণনগর, রানাঘাট
কংগ্রেস- বহরমপুর

সিপিআইএম- মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আসনে ৪১.৫% ভোট পেয়ে গতবার বিপুল ব্যবধানে তৃণমূল জিতলেও আলাদা ভাবে কংগ্রেস ও সিপিএম যথাক্রমে ২৬% ও ১৭% ভোট পেয়েছিল। ফলে ভোট কাটাকাটিতে সহজ হয়েছিল তৃণমূলের জয়। এবারে এখানে বাম-কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। ফলে জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

নিশ্চিত নয়- মালদহ দক্ষিণ ও বালুরঘাট আসন। একসময় আরএসপি-র শক্ত ঘাঁটি ছিল দিনাজপুরের বালুরঘাট লোকসভা আসনটি। পরে ২০১৪ সালে এখানে তৃণমূল প্রার্থী জেতেন। ২০১৯ সালে এই আসন থেকে প্রায় ৩৪ হাজার ভোটে জিতে সাংসদ হত বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা আসনে প্রায় ৪৭% ভোট পেয়ে বিজেপি জিতলেও তৃণমূল প্রায় ৩৯% ভোট পেয়ে ফল মন্দ করেনি। বাম, তৃণমূল, বিজেপি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা এই আসনে৷

দক্ষিণবঙ্গ :
তৃণমূল কংগ্রেস- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেড়িয়া, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর

বিজেপি- হুগলি, আরামবাগ বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বনগাঁ
নিশ্চিত নয়- ব্যারাকপুর, শ্রীরামপুর

অবিভক্ত মেদিনীপুর ও জঙ্গলমহল :
বিজেপি- তমলুক, কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া
তৃণমূল কংগ্রেস- ঘাটাল
নিশ্চিত নয়- মেদিনীপুর, ঝাড়গ্রাম

(উপরিউক্ত বিশ্লেষণ একটি সম্ভাবনামূলক আন্দাজ মাত্র! এটি কোনও ভাবেই ফলাফল নয়! প্রকৃত ফলাফল সম্পূর্ণ ভাবে ভিন্ন হতেও পারে।)