Exit Poll: রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত? নাকি ফের বাজিমাত করবে তৃণমূল?

Published On:

✍️ দেবব্রত মণ্ডল

শেষ হল লোকসভা ভোট। গত দেড় মাস ধরে চলা রাজনৈতিক যুদ্ধের অবসান হল গতকাল। আগামী ৪ ই জুন জানা যাবে লোকসভা ভোটের ফলাফল। তার আগে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা (Exit Poll) কিন্তু ইঙ্গিত দিচ্ছে রাজ্যে গেরুয়া ঝড় আসন্ন। ভোট শতাংশের নিরিখে দুই ফুলের তীব্র লড়াইয়ের ইঙ্গিত থাকলেও আসন সংখ্যার ক্ষেত্রে বাজিমাত করবে বিজেপি, এমনটাই মত এক্সিট পোলের।

ইন্ডিয়া টুডে এবং আক্সিস মাই ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১২-১৪ টি আসন। বাম – কংগ্রেস জোট পাবে ২ টি আসন, এমনটাই মত ওই সমীক্ষক সংস্থার।

পিপলস ইনসাইট অবশ্য সমীক্ষার পরে এগিয়ে রাখছে রাজ্যের শাসক দলকে। তাদের সমীক্ষা অনুযায়ী রাজ্যে ২৪ টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পাবে ১৭ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যাবে ১ টি আসন। CNX এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল – কংগ্রেস জিততে পারে ১৪-১৮ টি আসনে। বিজেপি জিততে পারে ২১-২৬ টি আসন। বাম – কংগ্রেস জোট জিততে পারে ১-২ টি আসন।

নিউজ ১৮ পোল বুথফেরত সমীক্ষাতে এগিয়ে রাখছে বিজেপিকে। তাদের মতে, বিজেপি পাবে ২১-২৪ টি আসন। ১৮-২১ টি আসন পাবে তৃণমূল। বাম- কংগ্রেস এবার কোন আসন পাবে না।

তাহলে কি দীর্ঘদিন পর রাজ্যে পালাবদল হতে চলেছে? ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল ২২ টি আসন, বিজেপি পেয়েছিল ১৮ টি। কংগ্রেস জিতেছিল ২ টি আসনে। যদিও বুথফেরত সমীক্ষা যে সবক্ষেত্রে ১০০ শতাংশ মিলবে তা নয়। রাজ্যে শুরু হতে চলেছে গেরুয়া ঝড়? নাকি ফের বাজিমাত করবে তৃণমূল? উত্তর মিলবে ৪ জুন।