Elephant Attack: হাতির হানায় মৃত্যু মেদিনীপুরে! ২৪ ঘন্টার মধ্যে বাড়িতে সরকারি সাহায্য

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ফের হাতির হানায় (Elephant Attack) মৃত্যুর ঘটনা! ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার লালগড় (Lalgarh) রেঞ্জের গাড়রা। সোমবার গভীর রাতে শালবনী (Salboni) থানার গাড়রা এলাকায় হাতির হানায় (Elephant Attack) মৃত্যু হয় শঙ্কর মাহাতো (৫৭) নামের এক প্রৌঢ় ব্যক্তির।

জানা গিয়েছে, সোমবার রাতে বটডাঙ্গা এলাকায় মনসাপুজো দেখতে গিয়েছিলেন শঙ্কর মাহাতো নামে ঐ প্রৌঢ়। গভীর রাতে বাড়ি ফেরার সময় জঙ্গলের রাস্তায় দুটি হাতির মুখোমুখি হয়ে পড়েন তিনি। পালানোর চেষ্টা করলেও সফল হননি। হাতি তাঁকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার শালবনীতে হাতির হানায় মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যায় পাঁচ লক্ষ টাকার সরকারী সাহায্য। মৃত শঙ্কর মাহাতোর বাড়িতে এসে সাহায্যের চেক পরিবারের হাতে তুলে দেন লালগড় রেঞ্জের ঝিটকা বিটের বিট অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো। মৃতের পরিবারে রয়েছেন দুই ছেলে শ্যামসুন্দর ও বঙ্কিম মাহাতো, কন্যা ঊষা মাহাতো এবং মা।