ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে বাতিল হল দিঘাগামী একাধিক ট্রেন (Digha Train Cancelled)! দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railways) তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিঘাগামী ট্রেন বাতিলের বিষয়টি জানানো হয়েছে যাত্রীদের। সেই সঙ্গে বেশকিছু ট্রেন সম্পূর্ণ নির্ধারিত দূরত্ব অতিক্রম করবে না বলেও জানিয়েছে রেল দফতর।
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশ তা শক্তিবৃদ্ধি করে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। রাজ্যের উপকূল এলাকায় ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে৷ রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে রেমালের স্থলভাগে প্রবেশের কথা। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দিঘার একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।
বাতিল ট্রেনগুলি-
১. ২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল
২. ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশাল ২৬ মে বাতিল
৩. ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা ইএমইউ স্পেশাল ২৬ মে বাতিল
৪. ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া ইএমইউ স্পেশাল ২৭ মে বাতিল
৫. ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশাল ২৭ মে বাতিল
৬. ২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল
সম্পূর্ণ দূরত্ব চলবে না-
১. ২২৮৯০ পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস, ২৫ মে যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত চলবে।
২. ২২৮৮৯ দিঘা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস, ২৬ মে খড়গপুর থেকে যাত্রা শুরু করবে।