শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে তাঁর মেয়ের নামে ‘কুৎসা’র অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক! সেই মর্মে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুক্রবার পূর্বস্থলী থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
পূর্বস্থলীর মাঠে গত ৭ মে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, অসাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে বিধায়কের মেয়ে চাকরি পেয়েছেন। এরপরেই বিরোধী দলনেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল বিধায়ক। বিধায়কের অভিযোগ, ”ব্যক্তিগতভাবে আমাকে ও দলীয় নেতৃত্বকে কুৎসা ও অপপ্রচার করে সামাজিক মর্যাদায় আঘাত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অসাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে আমার মেয়ে চাকরি পেয়েছে। আমার কলকাতায় দুটি ফ্ল্যাট আছে। এসব মিথ্যে বক্তব্য শুনে মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাঁর সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। আমার মেয়ে একজন উচ্চশিক্ষিতা। তাঁর নামে এসব কথা সর্বৈব মিথ্যা, অবমাননাকর। তাঁর সামাজিক সম্মানহানির চেষ্টা।”
এরপরেই শুক্রবার পূর্বস্থলী থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছেও চিঠি লিখেও অভিযোগ জানাবেন তিনি।