Mamata Banerjee: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

লোকসভা ভোটের মাঝেই ‘লক্ষীর ভান্ডার’ (Laxmi Bhandar) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বাঁকুড়ার (Bankura) ওন্দার সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ৬০ বছর বয়স নয়, বরং আজীবন পাবেন মহিলারা। সেই সঙ্গে তৃণমূল যে ইন্ডিয়া জোটে থাকছে তাও স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভান্ডার আজীবন, প্রতিশ্রুতি মমতার

একাধিক দফায় চলছে লোকসভা ভোট। তারই মধ্যে পুরো দমে চলছে প্রচার পর্বও।সোমবার ছিল পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। তার মাঝেই ষষ্ঠ দফার নির্বাচনের জন্য প্রচারে বাঁকুড়ার ওন্দায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ‘বন্ধ’ করে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”লক্ষ্মীর ভান্ডার যখন আমি করেছিলাম তখন আমি ভেবেছিলাম ৬০ বছর বয়স পর্যন্ত করব। কিন্তু আমরা ঠিক করেছি, যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।”

ইন্ডিয়া জোটে মমতার থাকা নিয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠেছিল সাম্প্রতিক সময়ে। এই লোকসভা ভোটে রাজ্যে জোট হয়নি তৃণমূল ও কংগ্রেসের। কিন্তু এই দিন সভা থেকে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করেন মমতা। বলেন, ”বাংলাই ইন্ডিয়া জোটকে লিড করবে।”