ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের লজ থেকে উদ্ধার নগদ ৩২ লক্ষ টাকা! পুলিশ সূত্রে খবর, সেই লজেই ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন বিজেপি নেতা। ভোটের খরচের জন্য বৈধ টাকা দাবি বিজেপির। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে অপদস্ত ও হয়রান করার অভিযোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।
মোদীর সভার পরেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা ছিল খড়গপুরে। তার কিছু ঘন্টা পরেই খড়গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজ থেকে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করলো পুলিশ। সেই লজেই ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন বিজেপি নেতা, এমনটাই খবর পুলিশ সূত্রের। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায় বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয়েছে আয়কর দফতরেও। টাকার উৎসের সন্ধানে তদন্ত করছে পুলিশ৷
পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ অগ্নিমিত্রা পালের
অন্যদিকে ঐ টাকা নিজেদের দাবি করে বিজেপি-র বক্তব্য, নির্বাচনে খরচের জন্য ঐ টাকা দলের রাজ্য দফতর থেকে এসেছে। পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে হয়রান করার অভিযোগ এনেছে বিজেপি। লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ভয় পেয়েছে। তাই অহেতুক হয়রান করে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে।” উদ্ধার হওয়া টাকা দলের বৈধ টাকা ও ব্যাঙ্ক থেকে পাওয়া রসিদ আছে বলেও দাবি করেছেন তিনি।