স্বপ্নীল মজুমদার~ মহাগুরুকে দেখতে মানুষের ঢল নামল ঝাড়গ্রামের (Jhargram) কুলটিকরি ও রান্টুয়া এলাকায়। ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে রবিবার দুপুরে গোপীবল্লভপুর বিধানসভার কুলটিকরি বাজারে রোড শো করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিকালে নয়াগ্রাম বিধানসভার রান্টুয়া স্কুল মাঠে প্রণতের সমর্থনে সভা করেন। এদিন দুপুর ১ টা নাগাদ কপ্টারে কুলটিকরি পৌঁছন মিঠুন। এরপর গাড়িতে প্রণতের সঙ্গে রোড শো করেন। মিঠুনকে দেখার জন্য রাস্তার দু’পাশে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান মিঠুন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ক্লাস ফাইভের পড়ুয়া নম্রতা সিংকে অটোগ্রাফ দেন খাতায়।
আরও পড়ুনঃ ‘জ্ঞানেশ্বরী কাণ্ডের দায় মমতার’! সাফ জানালেন শুভেন্দু অধিকারী
রোড শো সেরে কপ্টারে রান্টুয়ায় পৌঁছন। বিকেলে রান্টুয়ার সভায় নাম না করে তৃণমূলকে গরু চোর, কয়লা চোর, পড়াশোনা চোরের দল বলে কটাক্ষ করেন। মিঠুন বলেন, ‘‘মুসলমান ভাইবোনেরা এদের ভোটব্যাঙ্ক নয়। এদের ভোট ব্যাঙ্ক হল দুর্নীতি।’’
আরও পড়ুনঃ সেফটিপিন হাতে ছবি পোস্ট করে মমতাকে কটাক্ষ বিজেপি প্রার্থী প্রণত টুডুর, ক্ষোভ তৃণমূলের
শেষে নিজের বাংলা ছবির কিছু সংলাপ ঘুরিয়ে বলেন মিঠুন। বলেন, ‘‘আমি জল ঢোঁড়াও নই, বেলে বোড়াও নই। আমি এমন এক সাপ যে গর্ত থেকে ইদুর বার করি।’’ আটের দশকের অন্যায় অবিচার ছবি গানও শোনান মহাগুরু।