শনিবার ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে পিড়াকাটায় সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu)। সেখান থেকেই জ্ঞানেশ্বরীকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata) দায়ী করে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। শুভেন্দু কটাক্ষ, জঙ্গলমহল মমতাকে চিনিয়েছেন তিনিই।
শুক্রবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি ছত্রধর মাহাতোর হাত ধরে তিনি জঙ্গলমহল চেনেন। শনিবার শালবনির পিড়াকাটার সভা থেকে সেই প্রসঙ্গেই মমতাকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, “ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, তা হলে কিষেনজিও আপনার লোক। তা হলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্বও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তিনশোর বেশি নিরীহ যাত্রীকে হত্যার দায় নিতে হবে।”
মমতার উদ্দেশ্যে শুভেন্দুর দাবি, ‘‘আপনি জঙ্গলমহল চিনতেন না। ২০১১ সাল, ৭ জানুয়ারি, সকাল ১০টা ১৫। আমি লালগড়ের নেতাইয়ে গিয়ে দেহ কুড়িয়েছিলাম। আপনি কোথায় ছিলেন তখন? পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে।’’
চাইলে তিনি ঝাড়গ্রামের পদ্ম-প্রার্থী চিকিৎসক প্রণত টুডুর পদত্যাগপত্র আটকে দিতে পারতেন বলে শুক্রবার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেন শুভেন্দু। বলেন, “সুকুমার হাঁসদার (চিকিৎসক বিধায়ক) কথা মনে আছে? ২০১১ সাল। আড়াই বছর চাকরি বাকি ছিল। সুকুমার হাঁসদার পদত্যাগপত্র বুদ্ধবাবু পাঁচ মিনিটের মধ্যে গ্রহণ করেছিলেন।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘হাইকোর্টে প্রণত আবেদন করেছিলেন। হাইকোর্ট কান মুলে পদত্যাগ গ্রহণে বাধ্য করিয়েছে।’’