অযোধ্যায় রামমন্দির নির্মাণ হয়েছে। এবার বিহারে হবে সীতা মন্দির (Sita Temple)। বৃহস্পতিবার নেপাল সীমান্ত ঘেঁষা সীতামঢ়ীতে জনসভা থেকে সীতামন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হলেই মাতা সীতামন্দির নির্মাণ হবে বলে জানিয়েছেন লোকসভা ভোটের প্রচারে আসা অমিত শাহ।
মাতা সীতার জন্মস্থান নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সম্প্রতি অযোধ্যায় রামমন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরেই সীতামন্দির নির্মাণের দাবি জোরালো হয়েছে। বাল্মিকীর রামায়ণ অনুযায়ী সীতা তথা জানকী মিথিলার রাজা জনকের কন্যা। প্রাচীন জনকনগরীর কিছু অংশ বিহারে কিছুটা বর্তমানে নেপালে। ফলে সীতার জন্মস্থান বিহার সীমান্ত লাগোয়া নেপালের জনকপুরে নাকি বিহারের সীতামঢ়ীতে তা নিয়ে বিতর্ক রয়েছে বহু যুগ।
আরও পড়ুনঃ সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়তে চলছে মহার্ঘ ভাতা
বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে বিহারের মিথিলাঞ্চল এলাকায় নেপাল সীমান্ত লাগোয়া সীতামঢ়ীতে জনসভা করেন অমিত শাহ। সেখানে তিনি সীতামন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামলালার জন্মস্থানে মন্দির নির্মাণ করেছেন। কিন্তু তাঁর একটি কাজ এখনও অসমাপ্ত রয়েছে— মা সীতার জন্মস্থানে বিশাল মন্দির নির্মাণ। সেই কাজ তিনি সমাপ্ত করবেন।”
রামসীতা নিয়ে ভারতীয় আবেগ দীর্ঘদিনের। অযোধ্যায় রামলালার জন্মস্থানে মন্দির নির্মাণ ছিল বিজেপির ঘোষিত প্রতিশ্রুতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যায় রামলালার মন্দির নির্মিত হয়েছে। যা কেন্দ্র করে আবেগের বিস্ফোরণ দেখেছে বিশ্ববাসী।
এবার লোকসভা ভোটের প্রাক্কালে সীতামন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ সেই আবেগকেই উস্কে দিতে চাইছেন বলে অভিমত রাজনৈতিক মহলের।