Loksabha election 2024: বিজেপিকে উৎখাত করতে জঙ্গলমহলে টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন (Loksabha election)। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে জঙ্গলমহলে (Jungle Mahal)। সূত্রের খবর, তার আগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলে টানা প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত টানা নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আগামী ষষ্ঠ দফায় ২৫ মে ভোটগ্রহণ জঙ্গলমহলের জেলাগুলিতে। বিগত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। তাই এই বছর জঙ্গলমহল পুনরুদ্ধারকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস৷ ভোটের আগে টানা নির্বাচনী প্রচার করতে চলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কাঁথি, খড়গপুর ও মেদিনীপুর শহরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এগরাতে জনসভা করবেন তিনি। বাঁকুড়া ও পুরুলিয়াতেও হবে রোড শো। ১৬ মে কাঁথিতে রোড শো, ১৭ মে খড়গপুরে রোড শো হবে বলে সূত্রের খবর।

১৬ মে থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।