অধিকাংশ সময় আমাদের ব্যাংক একাউন্টে টাকা থাকেনা বললেই হয়। কিন্তু সেই সময় ক্রেডিট কার্ডে (cradit card)থাকা হাজার হাজার টাকা আমরা ব্যাংক একাউন্টে (Bank account) ট্রান্সফার করে নানা সুবিধা গ্রহণ করতে পারি। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ক্রেডিট কার্ড থেকে ব্যাংক একাউন্টে টাকা রাখার উপায়।
কীভাবে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাবেন জেনে নিন
১• প্রথমে আপনার মোবাইল ব্যাংকিং এপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা তে লগইন করুন।
২• এরপর আপনার ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করুন।
৩• এবার Fund Transfer option এ ক্লিক করে Transfer to Bank Account এ ক্লিক করুন।
৪• এবার আপনি যে পরিমাণ অর্থ Bank Account এ Transfer করতে চাইছেন তা লিখুন।
৫• এবার সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে OTP দিয়ে transaction টি নিশ্চিত করলেই আপনার কাজ শেষ।
৬• তবে অবশ্যই money transfer Transaction reference Number এবং Transaction ID টি নোট করবেন।
আরও পড়ুন-
তবে অবশ্যই Cradit Card থেকে Bank account এ money Transfer করার আগে আপনাকে বেশকয়েকটি দিক মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।
ক্রেডিট কার্ড থেকে ব্যাংক একাউন্টে টাকা Transfer করার আগে যেসমস্ত বিষয়ে নজর রাখতে হবে
ক্রেডিট কার্ড থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনার ক্রেডিট লিমিট সম্পর্কে।
ক্রেডিট কার্ড থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার সময় আপনার ব্যাংক আপনার কাছ থেকে চার্জ বা ফি কাটতে পারে, তা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও এইসব ক্ষেত্রে আপনাকে মোটা অংকের অন্যান্য ফি ধার্য করা হতে পারে তা সম্পর্কে আগে থেকেই সচেতন থাকুন।
অর্থ লেনদেনের সময় OTP, PIN এবং CVV NUMBER কারও সঙ্গে শেয়ার করবেন না।