কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৩শে মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : প্রিয় জনের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। আজ ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ সংসারে মাত্রাছাড়া খরচ হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : ঋণ সংক্রান্ত জটিলতা যাবে কেটে। ব্যক্তিগত দেনাপাওনা সব মিটিয়ে পূণরায় শুরু করতে পারেন জীবনের চলার পথ। রাস্তাঘাটে একটু সাবধানে থাকতে হবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা আছে। প্রেমিকার সঙ্গে তর্ক থেকে জয় লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে, কান দেবেন না। অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ আসতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : দিনটি হবে ব্যবসায়ীক সাফল্যের। মেধা ও বুদ্ধি দিয়ে আজ ব্যবসায় আয় রোজগারের যোগ। অংশিদারী তদবীরের কাজে লাভের আশা করতে পারেন। জীবন সাথীর কাছ থেকে পাবেন আর্থিক সহায়তা ও এগিয়ে যাওয়ার প্রেরণা। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।
সিংহ/ Leo রাশিফল Rashifal : কাজের ক্ষেত্রে যথেষ্ট সম্মান পাবেন। একাধিক পথে আয় হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। যাঁরা গান বাজনা নিয়ে কাজ করেন তাঁদের জন্য ভাল সময় নয়।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : দিনটি কর্মে সাফল্যের। সহকর্মীদের সকল অপবাদকে ভুল প্রমাণিত করে প্রতিষ্ঠানের আয় রোজগার বাড়াতে সফল হবেন। আপনার দক্ষতা ও ক্ষমতার জোড়ে আজ আপনার নিজের আয় রোজগার বাড়বে। সংসারে কাজের লোকের উপর অধিক নির্ভরতা ভোগাতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতিলাভ করবেন। আজ বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর হতে পারে। আজ কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চবিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : রাশিফল Rashifal : নিজের ব্যার্থতা হতাশা ভুলে গিয়ে কর্মস্থলে উন্নতির দিন। পেশাগত শিক্ষার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। পিতার সাথে চলতে থাকা সম্পর্কের ভুলবুঝাবুঝি দূর হয়ে যাবে। স্বাধীন পেশাজীবীদের প্রযুক্তি নির্ভর কাজে দক্ষ হওয়ার প্রয়োজন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : খেলাধূলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ আসতে পারে। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি।
মকর/ Capricorn রাশিফল Rashifal : বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে তাগাদা দিতে থাকুন। খাদ্য-পাণিয় ও ফলমূলের ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র আর্থিক সঙ্কটে তার পাশে দাড়াতে পারেন। সাংসারিক জীবনে প্রবাসী শ্যালক শ্যালিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা। সঞ্চয়ের চেষ্টা নিরন্তর চালিয়ে যেতে হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হবে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের জন্য অযথা খরচ বাড়তে পারে। কাউকে কটূ কথা বলার জন্য দুঃখ পেতে পারেন।
মীন/ Pisces রাশিফল Rashifal : কর্মস্থলে পূরণ হবে আপনার প্রত্যাশা। প্রভাবশালী আত্মীয়র চেষ্টায় বেকার জীবন থেকে মুক্ত হতে পারেন। ব্যবসায়ীক জটিলতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। স্থাবর সম্পত্তি বিষয়ে আত্মীয়দের সাহায্য লাভ।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।