Horoscope: আজকের রাশিফল ২১/৫/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২১শে মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : দিনটি মোটামুটি ভালোই কাটবে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে৷ তা থেকে আসতে পারে ব্যস্ততা ও ক্লান্তি। তবে প্রিয়জনের সঙ্গে শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। প্রেম জীবন ভালো কাটবে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পাবেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মনে বিশ্বাস রেখে এগিয়ে যান। নিজের প্রতি আরও অধিক আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুণ। মনোবল দৃঢ় করুণ।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : প্রত্যাশিত স্বীকৃতি দেরিতে হলেও, পেতে পারেন এবং সম্মানও ততটাই আসবে। অযথা চিন্তা করলে তা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে৷ কাজেই ভেঙে না পড়ে কাজ করে যেতে হবে৷ কাজই আপনার জীবনে একমাত্র উন্নতি আনতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ কোনো প্রতিযোগিতায় ব্যর্থতা আসতে পারে। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। নতুন সম্পর্ক তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করুণ। বেকারদের জন্য দিনটি খুবই চিন্তার। আজ যে কোনো নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ দিনের শুরুটা আপনার কঠিন যেতে পারে। কবে দুপুরের পর থেকে সময়টা ভাল যেতে পারে। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা। মন দিয়ে এবং বুদ্ধি দিয়ে কাজ করে চটজলদি কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। মাথা খুব ঠান্ডা রাখুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে। মনে মনে আপনার সকল বন্ধুদেরকে আরেকবার যাচাই করে করে নিন। ফটকা ব্যবসার দ্বারা কিছু অর্থ উপার্জন হতে পারে। রাস্তায় সতর্কতার সঙ্গে চলুন। বিনোদন ও প্রেম শুভ।

তুলা/ Libra রাশিফল Rashifal : প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ। হঠাৎ করে রেগে যাওয়ায় অনেক প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হয় আপনাকে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : বিষাদ ঝেড়ে ফেলে দিন, যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আপনি আপনার ভেতরের আপনাকে সঠিকভাবে প্রকাশ করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ আপনার দিনটি হাসিখুশি ও প্রাণশক্তিতে ভরপুর থাকবে৷ কঠোর পরিশ্রম করুন৷ প্রিয়জনদের আনন্দ দিন, ঘুরতে যান। নতুন করে কোন কাজ শুরু করতে পারেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কাজের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বাড়বে। চেষ্টা করুণ মনোবল শক্ত রাখার জন্য কারণ মন ভালো না থাকলে কোনো কাজে আগানো কষ্টকর।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনার পুরনো কথা খুব মনে পড়বে। বুদ্ধিদীপ্ত কাজগুলি করতে উদ্যোগী হতে পারেন। অতীতের ভুল দ্বিতীবার করবেন না। জীবনে নতুন কিছু করুন। প্রেমে নিজে থেকে দু’ধাপ এগোন। বিবাহিত জীবন সুখের হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : পারিবারিক বিষয়গুলো আজকে প্রাধান্য দিন। চাকরির ক্ষেত্রে কোনও ভাল কাজ করায় প্রশংসা পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। রয়েছে নতুন প্রেমের যোগ।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।