কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১২ই মে ২০২৫।
মেষ : আয়ের উৎস বৃদ্ধি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। আটকে থাকা কাজের গতি বাড়বে। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। জীবনসঙ্গীর তরফে বড় কোনও সুসংবাদ পেতে পারেন।

বৃষ : অর্থ লাভ- প্রয়োজনীয় কাজে তৎপরতা দেখাবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচেষ্টা ফলপ্রসূ হবে। সক্রিয়ভাবে কাজ করবেন। ব্যবসায় অগ্রগতি হবে। লক্ষ্য স্থির থাকবে। আয় ভালো হবে। পেশাগত ক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে।
মিথুন : চাকরিক্ষেত্রে আপনার কাজ প্রশংসা লাভ করবে। ব্যবসা ভালো চলবে। আয়ের একাধিক সুযোগ হাতে আসবে। দূরের যাত্রা এড়িয়ে চলুন, কারণ এই যাত্রার ফলে কষ্টকর প্রমাণিত হতে পারে। ধৈর্য ধরুন ও সংযমী হন।
কর্কট : আজ কিছুটা হলেও মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে। তবে শান্ত থেকে এর থেকে বের হবার উপায় করতে হবে। কাজের জায়গায় সময়ে কাজ শেষ না হবার সম্ভাবনা, কাজে দেরি হতে পারে। ব্যাবসায় যাতে কোনো রকমের লালসা হয় তার জন্য সতর্ক থাকতে হবে। গুরুজনের আশীর্বাদ আপনার জন্য খুবই শুভ। পিতা মাতার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন, ভালো কাটবে।
সিংহ : আটকে থাকা কাজে সাফল্য লাভ করতে পারেন। আয় বাড়বে। পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন। জীবনসঙ্গীর ব্যবহারে আনন্দে থাকবেন।
কন্যা : আজকের দিনটি আপনার জন্য ওঠানামার মধ্যে দিয়ে কাটতে চলেছে। ব্যাবসায় কোনো বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আবহাওয়া পরিবর্তন আপনার ওপর প্রভাব ফেলতে পারে।
তুলা : প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দুর কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন। পারিবারিক বিরোধ এড়িয়ে চলুন। নিকট জনের সিদ্ধান্তর বিরোধিতা না করাই ভাল হবে।
বৃশ্চিক : কাজের জায়গায় সফল হবেন। প্রেমে সফল হবার সম্ভাবনা রয়েছে। সাংসারিক জীবন সুখে কাটবে। ছাত্রছাত্রীদের জন্য অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে জ্ঞান লাভের যোগ রয়েছে।
ধনু : আজ আপনার জন্য কোন সুখবর অপেক্ষা করছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দিনশেষে প্রেমিকযুগল ভ্রমনে যেতে পারেন। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে।
মকর : খুশি থাকার চেষ্টা করলে আপনার জন্য দিনটি ভালোই কাটবে। ব্যাবসায় আজ ছোটখাট ধাক্কার সামনা করতে হতে পারে, সতর্কের সাথে কাজ করলে তা এড়িয়ে ফেলতে পারেন। কোনো নতুন কাজ করার আগে ভাবনা চিন্তা করে শুরু করুন।
কুম্ভ : প্রতিভার জোরে কাজে সফলতা পাবেন। আপনার সাফল্যে পরিবার ও কর্মক্ষেত্রে খুশির ছোঁয়া লাগতে পারে। কঠিন কাজ সামলাতে হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হবেন।
মীন : ভালো করে ভেবে দেখুন আপনি কী করতে চাইছেন এবং সেই সুযোগ বর্তমান কর্মক্ষেত্র দিচ্ছে কি না- সমাধানসূত্র বেরিয়ে আসবে।খাওয়াদাওয়ায় একটু রাশ টানতে হবে, জীবনযাত্রার ধরন ঠিক না করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।