Horoscope: আজকের রাশিফল ১০/৫/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১০ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : ব্যক্তি জীবনে হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কোনও কিছু লাভ হওয়ার সম্ভাবনা। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে পায়ে যন্ত্রণা বৃদ্ধি। স্ত্রীর কারণে কোনও আশাভঙ্গ হওয়ার যোগ। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : কর্মস্থলে সফল হওয়ার দিন। কর্ম সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন চাকরির চেষ্টা হবে সফল। আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সকলের দৃষ্টি আকর্ষন করতে পারবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : প্রেমে কোনো ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দিতে পারে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ।

সিংহ/ Leo রাশিফল Rashifal : সাংসারিক জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর সাথে চলতে থাকা কিছু মনমালিণ্য দূর হয়ে যাবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন করে কোনো অংশিদার গ্রহনের প্রয়োজন দেখা দেবে। পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের যোগ।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বাধা আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য নিতে পারেন। বিশ^স্ত কাজের লোকের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আশা। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। ব্যবসায় অগ্রগতির সময়।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : উন্নতিতে বেশ গতি ফিরে পাবেন। নিজের পেশাগত জীবনের সাথে ব্যাক্তিগত জীবনে এক করে ফেলবেন না। এ বিষয়ে শুরু থেকেই সাবধান হওয়া আপনার জন্য মঙ্গলজনক। ভালো মন্দ মিলিয়ে আপনার জীবন, তবে সারা বছরেই মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার জন্য প্রস্তুত থাকুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। আত্মীয়র কল্যাণে প্রায় অসমাপ্ত শিক্ষা জীবনে গতি আসতে চলেছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মায়ের সাহায্য পেতে পারেন। গৃহসংস্কারের কাজে সকলের সাহায্য পাওয়া যাবে। কর্মস্থল থেকে যানবাহন লাভের যোগ প্রবল। প্রত্যাশিত কাজে হবেন সফল।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : জীবনে হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : দুঃস্থ কাউকে সাহায্য করতে হবে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে কোনও আলোচনা হতে পারে। আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।