কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৩শে এপ্রিল ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : সুবিধাবাদী লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন৷ আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন৷ আবেগ আপনার সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে। প্রেমের দিক থেকে নিজে থেকে নতুন কিছু করার উদ্যোগ নিন৷

বৃষ/ Taurus রাশিফল Rashifal : সন্তানের পড়াশোনার বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার আশঙ্কা। শিক্ষা ও গবেষণার সাথে সম্পৃক্তদের আজ অর্থ ব্যয়ের যোগ প্রবল।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : অকারণে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। ভালো কিছুর আসায় দিনটা কাটতে পারেন৷ চটজলদি জটিল সমস্যার সমাধান করতে পারবেন। অতিরিক্ত কথা না বলে চেষ্টা করতে পারেন প্রয়োজনে কথা বলতে৷ সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : আয় রোজগারের ক্ষেত্রে সামান্ন লাভে পণ্য বিক্রয় করার প্রয়োজন হয়ে পড়বে। গৃহে শ্যালক শ্যালিকা বা ভাই বোনের আগমনের যোগ। কিছু খাদ্য শষ্য ক্রয় করে অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন। কারো উপর অধিক নির্ভরতা ভালো নয়।
সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মজীবন ভালোই কাটবে। আজকের দিনটা পরিবারের সদস্যদের ভালোমন্দ চিন্তায় কাটতে পারে৷ ব্যবস্যায়ীরা লাভের আশা করবেন না৷ দিনের শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে মজায় কাটবে। প্রেমে আপনি সফল হবেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : অপ্রত্যাশিত কোনো ঘটনার দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। ব্যাবসায়ীক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা লাভের আশা। লকডাউনের প্রভাবে কাজে কর্মে একটু ব্যস্ততা বৃদ্ধি পাবে। জমে থাকা হাতের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal : আজ আপনার মেজাজ ঠিক নাও থাকতে পারে। নিজেকে সংযত করুন। প্রেমের দিক থেকেও নিজেকে সংযত করুন। শারীরিক সম্পর্ক থেকে আজ একটু দূরে থাকুন। সেরাটার প্রত্যাশা করেও, প্রস্তুত থাকুন খারাপের জন্য।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আর্থিক সকল বকেয়া অর্থ আদায়ের চেষ্টা করতে হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ হয়তো ভালো কোন ফল নাও হতে পারে। ঠিকাদারদের সকাল সকালই বকেয়া বিল আদায়ে চেষ্টা করতে হবে। বন্ধুর সাহায্য পাবেন। চাকরিজীবী বড় ভাই বোনের সাথে থাকার প্রয়োজন হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আর্থিক ক্ষেত্রে লাভবান হতে পারেন৷ অর্থ আসতে পারে ব্যবসা থেকে এমনকি বিনিয়োগ থেকে। সামগ্রিকভাবে দিনটি আর্থিক দিকে স্বচ্ছল। প্রেমে সফল হবেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal : দিনটি কর্মস্থলে জটিলতার। অপ্রত্যাশিত কোনো কাজের চাপ আসতে পারে। মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক ব্যক্তি ও সমাজকর্মীদের দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে সংক্রামনের বিষয়ে সচেতন হতে হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ হালকা মেজাজ গরম হতে পারে। উদ্যমী বা অস্থির বোধ করতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। কোনও কাজে সহজেই মনোনিবেশ করতে পারবেন ৷ বন্ধুদের সঙ্গে মজায় জীবন কাটান। প্রেমে সাফল্য আসবে।
মীন/ Pisces রাশিফল Rashifal : দিনটি ব্যবসা বাণিজ্যে সামান্ন লাভের। অংশিদারী কাজের মাধ্যেমে কিছু অর্থ রোজগারের আশা রয়েছে। সাংসারিক জীবনে হটাৎ করেই দেখা দেবে দাম্পত্য কলহের। জীবন সাথীর সাথে কোনো প্রকার বিবাদে জড়ানো ভালো হবে না। ব্যবসায় দুঃশ্চিন্তা কমাতে হবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।