কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৮ই মার্চ ২০২৫।
মেষঃ বাবা মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন। নিজের মধ্যে পজিটিভ নেস বজায় রাখুন। সহজেই সমস্যা সমাধান সম্ভব। ফাকা সময়ে সমস্যা সমাধান করুন। কোনখাতে বিনিয়োগের আগে ভালো করে সবকিছু দেখে নিন।

বৃষঃ বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।
মিথুনঃ স্ত্রীর থেকে সারপ্রাইজ পেতে পারেন। আজকের দিনে ভালোবাসার মানুষকে সুখী রাখতে পারবেন। অবসর সময়ে পছন্দের কাজ করতে পারেন আজকের দিনে। কাজের জায়গায় নিজের দক্ষতা দেখান।
কর্কটঃ আজ কোনও কজে বিপদের ঝুঁকি আসতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুদের সঙ্গে বিবাদের আশঙ্কা। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে।
সিংহঃ বিনোদনের ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় না করাই মঙ্গলের। নেগেটিভ চিন্তাকে মন থেকে দূরে রাখুন। মানুষকে সাহায্য করলে মন ভালো থাকবে। কাজের জায়গায় অন্যেরা সাহায্য করবে। অন্যের বিষয়ে নাক গলানোর দরকার নেই।
কন্যাঃ নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে পারে।নতুন কোনও কাজ শুরুর সঙ্কেত।
তুলাঃ ভালোবাসার মানুষের ভালোবাসা অনুভব করতে পারবেন। আজকের দিনে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অবসর সময়ে জিমে যেতে পারেন। আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। কিছুটা আরাম করুন।
বৃশ্চিকঃ বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।কাজের প্রতি আনুগত্য বাড়তে পারে। আজ কোনও কারনে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম।
ধনুঃ নিজেকে প্রমাণ করতে গিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুদের সাহায্যে বিশেষ ব্যক্তির দেখা পাবেন। রাতের দিকে সুখবর পেতে পারেন। দূরের আত্মীয়রা আজকের দিনে যোগাযোগ করতে পারে।
মকরঃ ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমস্যা কেটে যেতে চলেছে এই হোলির মরশুমে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। চাপ কেটে যেতে শুরু করেছে। অতীতের সমস্ত সমস্যাও সমাধান হবে।
কুম্ভঃ জীবনে সাফল্য আসবেই। অতীতের ভুল কাজের জন্য মন খারাপ হতে পারে। অর্থ সাশ্রয়ের দিকে মন দিন। আজকের দিনে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।
মীনঃ প্রশান্ত মন, পুণরুজ্জীবনে সাহায্য করবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হতে চলেছে। নতুন ব্যবসা বা লাভের সম্ভাবনাও রয়েছে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।