Nandigram: নন্দীগ্রামে বিজেপি-র জয়, সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Nandigram: নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বিজেপি শিবির (BJP)। সমবায় সমিতির নির্বাচনে ১২-০ ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। সব আসনে প্রার্থী দিলেও একটি আসনেও জয় মেলেনি তৃণমূল সমর্থিত প্রার্থীদের। নন্দীগ্রামের (Nandigram) এই জয়ে উল্লসিত গেরুয়া শিবির। সমাজমাধ্যমে তা ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও

গত বছর নভেম্বর মাসে হওয়ার কথা ছিল নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। ফলে মামলা হয় আদালতে। অবশেষে আদালতের নির্দেশে রবিবার হয় নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গেরুয়া শিবির।

মোট ১২টি আসনে হয় নির্বাচন। মোট ৭৯৯ জন ভোটার। সবকটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি ও তৃণমূল শিবির। বাম সমর্থিত প্রার্থীরা প্রার্থী হয়েছিলেন চারটি আসনে। কিন্তু কোনও আসনেই জয় পেলেন না বাম বা তৃণমূল প্রার্থীরা। বিজেপি সমর্থিত এই প্রার্থীদের জয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে পোস্ট করে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।