চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT: একমাত্র ভারতীয় অধ্যাপক হিসাবে বিশ্বের অন্যতম কম্পিউটিং প্রতিষ্ঠান এসিএম-এর ফেলো নির্বাচিত হলেন আইআইটি খড়গপুরের (Kharagpur IIT) অধ্যাপক ডঃ সুদীপ মিশ্র (Professor Sudip Mishra)। অধ্যাপক মিশ্র আইআইটি খড়গপুরের (Kharagpur IIT) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। এসিএম-এর তরফে যে ৫৫ জন ফেলো নির্বাচিত হয়েছেন তাঁদের মধ্যে অধ্যাপক মিশ্র একমাত্র ভারতীয়। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় অধ্যাপক মহল।
এসিএম তথা অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি কম্পিউটার সায়েন্সের বিশ্বব্যাপী ছাত্র, গবেষক, অধ্যাপক ও পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সদর দফতর নিউ ইয়র্কে। এসিএম-এর তরফে নির্বাচিত ৫৫ জন ফেলোর মধ্যে অধ্যাপক মিশ্র একমাত্র ভারতীয়। বুদ্ধিভিত্তিক সার্ভিস-সেন্ট্রিক সেন্সিং এবং সাসটেইনেবল ডেটা প্রসেসিং নিয়ে আইওটি নেটওয়ার্কে তাঁর গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সম্মানে ভূষিত হচ্ছেন অধ্যাপক মিশ্র। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করা হবে।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ২/৩/২০২৫
অধ্যাপক মিশ্র আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আইএনএই চেয়ার প্রফেসর এবং প্রাক্তন আইএনএই আব্দুল কালাম টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলো। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে ১২টি পুস্তকের রচয়িতা এবং ৫০০ টি গবেষণা পত্রের লেখক। তাঁর গবেষণাভিত্তিক কাজের জন্য দেশে বিদেশে বহু সম্মানে ভূষিত হয়েছেন অধ্যাপক মিশ্র।