Rani Shiromoni: রাণী শিরোমণি এবার এবার পাঠ্যপুস্তকে, প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

Published On:

Rani Shiromoni: মেদিনীপুরের (Midnapore) সংগ্রামী ইতিহাসের অন্যতম উদাহরণ রাণী শিরোমণি। এবার রাণী শিরোমণির (Rani Shiromoni) জীবন সংগ্রাম, চুয়াড় বিদ্রোহে তাঁর অবদানের ইতিহাস অন্তর্ভুক্ত হতে চলেছে পাঠ্যপুস্তকের। শিক্ষা দপ্তরের রিপোর্ট মিললেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মেদিনীপুরে এসে আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

দুই দিন ব্যাপী রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে পশ্চিম মেদিনীপুরে শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। রাজ্যের সমস্ত জেলা থেকে প্রাথমিক স্তরের পড়ুয়া সেরা খেলোয়াড়রা অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। শুক্রবার ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ জুন মালিয়া, মন্ত্রী মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, বিধায়ক সুজয় হাজরা, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার প্রমুখরা। সেখানেই পশ্চিম মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের অন্যতম ব্যক্তিত্ব রাণী শিরোমণিকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী বলেন, “চুয়াড় বিদ্রোহের রানী শিরোমনি ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন” সেই ইতিহাস উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, মানস ভূঁইয়া, কুণাল ঘোষ রানী শিরোমনির ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। স্কুল শিক্ষা দপ্তর সেই বিষয়ে আলোচনা শুরু করেছে। তাদের রিপোর্ট এলেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, “কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে এই বিষয়টি সিলেবাস কমিটির কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করব।”