Midnapore: মেদিনীপুরে প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশগ্রহণে পুরো রাজ্য

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: পশ্চিম মেদিনীপুরে শুক্রবার শুরু হল প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজ্যের সমস্ত জেলার সেরা প্রাথমিক পড়ুয়া খেলোয়াড়রা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। পশ্চিম মেদিনীপুরের (Midnapore) শালবনী স্টেডিয়ামে বসেছে প্রতিযোগিতার আসর। ২৩ টি জেলার সেরা ক্রীড়াবিদরা অংশ নিয়েছে রাজ্য স্তরের এই প্রতিযোগিতায়। শুক্রবার ও শনিবার এই প্রতিযোগিতা চলবে।

অবিভক্ত মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া আয়োজিত হলেও এই প্রথমবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে বসেছে এই প্রতিযোগিতার আসর। উত্তরবঙ্গে বা কোলকাতায় একাধিকবার এই প্রতিযোগিতা আয়োজিত হলেও এই বছর প্রাথমিক শিক্ষা সংসদ ভরসা রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনীর উপর। ৪০ তম রাজ্যস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৩টি জেলার প্রাথমিক স্তরের প্রতিযোগীরা অংশ নিয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে সেজে উঠেছে শালবনী স্টেডিয়াম। মাঠে রাণী শিরোমণির গড়কে প্রতীক স্বরূপ ফুটিয়ে তোলা হয়েছে। ৩৪টি বিভাগে মোট ৮৭০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।